দেশকে মুসলীম মুক্ত করতে চাইছে মোদী সরকার, আন্দোলনের আহ্বান সলমানের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর৷৷ আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু সেল সক্রিয় ভূমিকা পালন করবে৷ শুধু তাই নয় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে রাজ্যব্যাপী আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্তও নিয়েছে৷ বুধবার আগরতলায় সংখ্যালঘু বিভাগের তরফ থেকে এক ধিক্কার মিছিল সংগঠিত করা হয়েছে৷ এর আগে সংখ্যালঘু সেলের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে কংগ্রেস ভবনে৷ এই বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সলমান খান, প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, প্রাক্তন বিধায়ক গোপাল চন্দ্র রায়, যুব কংগ্রেস সভাপতি সুশান্ত  চক্রবর্তী প্রমুক৷ বিভিন্ন মহকুমা থকে সংগঠনের নেতৃবৃন্দ এই বৈঠকে উপস্থিত ছিলেন৷

বৈঠকের পর সাংবাদিকদের সাথে কথা বলেন সংখ্যালঘু সেলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সলমান খান৷ তিনি বলেন, কেন্দ্রের মোদি সরকার সংখ্যালঘু অংশের মানুষের সাথে প্রতারণা করছে৷ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে৷ তিনি অভিযোগ করেছেন দেশের মুসলীম অংশের জনগণের উপর নির্মম ভাবে অত্যাচার করা হচ্ছে৷ ইউপিএ জমানায় মুসলীমদের কল্যাণে সাচার কমিটি গঠন করা হয়েছিল৷ সেই কমিটির রিপোর্ট কার্যকর করা হলে মুসলীম অধ্যুষিত এলাকায় বসবাসকারী জনগণের আর্থ সামাজিক মানোন্নয়ন ঘটতো৷ কিন্তু, বর্তমান কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে কোন উদ্যোগ গ্রহণ করছে না৷ ত্রিপুরাতেও মুসলীম অংশের জনগণ বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে৷ বৈঠকে প্রাক্তন বিধায়ক গোপাল চন্দ্র রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্যের সংখ্যালঘু অংশের মানুষ বঞ্চিত হচ্ছেন৷ এখন তারা প্রতিবাদে সামিল হচ্ছেন৷ এদিকে, বৈঠকে শেষে সংখ্যালঘু সেলের পক্ষ থেকে শহরে একটি মিছিল সংগঠতি করা হয়েছে৷ মিছিলে নেতৃত্ব দেন পিসিসি সভাপতি বীরজিৎ সিনহা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *