BRAKING NEWS

মাওবাদীদের সন্ত্রাস অব্যাহত, বিজাপুরে আইইডি বিস্ফোরণ আহত ৪ জন বিএসএফ জওয়ান-সহ ৬

রায়পুর, ১৪ নভেম্বর (হি.স.): রক্ত ঝরেই ছত্তিশগড়ে প্রথম দফার ভোট মিটেছে| এখনও দ্বিতীয় দফার ভোটগ্রহণ বাকি রয়েছে| এরই মাঝে মাওবাদীদের সন্ত্রাস অব্যাহত ছত্তিশগড়ে| ছত্তিশগড়ের বিজাপুর থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে, বিজাপুর ঘাট্টি এলাকায় ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে আহত হয়েছেন সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র ৪ জন জওয়ান| এছাড়াও আইইডি বিস্ফোরণে আহত হয়েছেন ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি)-এর একজন জওয়ান এবং একজন সাধারণ নাগরিক| প্রত্যেককে কমবেশি আহত অবস্থায় উদ্ধার করে বিজাপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে| শেষ পাওয়া খবর অনুযায়ী, মাওবাদী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে এলোপাথাড়ি গুলির লড়াই চলছে|

অ্যান্টি-নকশাল অভিযানের ডিআইজি পি সুন্দররাজ জানিয়েছেন, বুধবার সকালে বিজাপুর থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে, বিজাপুর ঘাট্টি এলাকায় ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা| আইইডি বিস্ফোরণে আহত হয়েছেন সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র ৪ জন জওয়ান, ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি)-এর একজন জওয়ান এবং একজন সাধারণ নাগরিক|প্রত্যেককে কমবেশি আহত অবস্থায় উদ্ধার করে বিজাপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে| আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে|

উল্লেখ্য, আইইডি বিস্ফোরণ, গুলির লড়াই ও পাঁচ মাওবাদীর মৃত্যুর মাঝেই প্রথম দফার ভোট মিটেছে ছত্তিশগড়ে| মোটের উপর ৭০ শতাংশ ভোট পড়েছে| এখনও দ্বিতীয় দফার নির্বাচন বাকি রয়েছে, আগামী ২০ নভেম্বর ছত্তিশগড়ে দ্বিতীয় পর্যায়ের নির্বাচন| এমতাবস্থায় মাওবাদীদের সন্ত্রাস আরও বাড়তে থাকায় রীতিমতো চিন্তায় রয়েছে প্রশাসন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *