BRAKING NEWS

কর্ণাটক উপনির্বাচনে চারটি আসনে জয়ী কংগ্রেস-জেডি (এস) জোট, একটিতে বিজেপি

বেঙ্গালুরু, ৬ নভেম্বর (হি.স.): কর্নাটকের উপনির্বাচনে সাফল্য পেল কংগ্রেস-জেডি (এস) জোট| মঙ্গলবার উপনির্বাচনে প্রকাশিত ফলাফলে তিনটি লোকসভা কেন্দ্রের মধ্যে দু’টিতে ও দুটি বিধানসভাতেই জয়ী হয়েছে কংগ্রেস-জেডি (এস) জোট | শুধুমাত্র শিমোগা আসনে জয়ী হয়েছে বিজেপি| নভেম্বর এবং ডিসেম্বর মাসে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন| তারপরই ২০১৯ লোকসভা নির্বাচন| এমতাবস্থায় কর্ণাটকের উপনির্বাচনে দলের এই সাফল্যে খুশি কংগ্রেস | কংগ্রেস মুখপাত্র মণীষ তিওয়ারি বলেন, কর্নাটকের এই খবর অত্যন্ত আশাব্যাঞ্জক। দেশবাসীর মন পাল্টাচ্ছে, এটা তারই ইঙ্গিত। এই ফলাফলে উচ্ছ্বসিত কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীও| অন্যদিকে, বিজেপি নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা বলেন, এই ফল আমাদের সাবধান হওয়ার বার্তা দিয়ে গেল | এখন থেকেই আমাদের কাজ শুরু করে দিতে হবে। পাশাপাশি তাঁর অভিযোগ কর্নাটকের উপনির্বাচনে টাকা ছড়িয়ে, পেশীশক্তির জোরেই কংগ্রেস জিতেছে |
নভেম্বর এবং ডিসেম্বর মাসে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন| তারপরই ২০১৯ লোকসভা নির্বাচন| এমতাবস্থায় কর্ণাটকের তিনটি লোকসভা এবং দু’টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন বিজেপির কাছে অ্যাসিড টেস্টের মতই ছিল, এমনই মত রাজনৈতিক মহলের| কিন্তু, কংগ্রেস-জেডি (এস) জোটের কাছে বড়সড় ধাক্কা খেল বিজেপি| তিনটি লোকসভা কেন্দ্রের মধ্যে দু’টি আসনে জয়ী হল কংগ্রেস-জেডি (এস) জোট| শুধুমাত্র শিমোগা আসনে জয়ী হয়েছে বিজেপি| পাশাপাশি দু’টি বিধানসভা কেন্দ্রেই জয়ী হয়েছে কংগ্রেস-জেডি (এস) জোট, মুখ থুবড়ে পড়েছে বিজেপি|
নির্বাচন কমিশন সূত্রের খবর, বহু দিনের গড় বেল্লারী লোকসভা আসনের উপনির্বাচনে পরাজিত হয়েছে বিজেপি| ২৪৩১৬১ ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দীকে পরাজিত করেছেন কংগ্রেস প্রার্থী ভি এস উগরাপ্পা| আবার মান্দায়া লোকসভা আসনের উপনির্বাচনে জয়ী হয়েছেন জেডি (এস) প্রার্থী এল আর শিবরামগৌড়া| বিজেপি প্রার্থী ড. সিদ্দারামাইয়াকে পিছনে ফেলে ৩২৪৯৪৩ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন জেডি (এস) প্রার্থী এল আর শিবরামগৌড়া| শুধুমাত্র শিমোগা লোকসভা আসনে জয়ী হয়েছে বিজেপি| কর্ণাটকের শিমোগা লোকসভা আসনের উপনির্বাচনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী বি ওয়াই রাঘবেন্দ্র| ৫২১৪৮ ভোটের মার্জিনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী বি ওয়াই রাঘবেন্দ্র| তিনটি লোকসভা কেন্দ্রের মধ্যে শুধুমাত্র একটি আসনে বিজেপি জয় পেলেও, বিধানসভা আসনের দু’টিতেই হেরে গিয়েছে বিজেপি| কর্ণাটকের জামখান্দি বিধানসভা আসনের উপনির্বাচনে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী এ এস ন্যায়ামাগৌড়া| ৩৯৪৮০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী| পাশাপাশি রামনগরম বিধানসভা আসনের উপনির্বাচনে জয়ী হয়েছেন জেডি (এস) প্রার্থী অনিতা কুমারস্বামী| ১০৯১৩৭ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন জেডি (এস) প্রার্থী অনিতা কুমারস্বামী|
কর্নাটক উপ-নির্বাচনে দলের সাফল্যে উদ্বুদ্ধ কংগ্রেস জানিয়েছে, এই ফলাফল ইঙ্গিত দিচ্ছে, দেশবাসীর মন-মেজাজ বদলে যাচ্ছে। কংগ্রেস মুখপাত্র মণীষ তিওয়ারি এদিন বলেন, দেশে হওয়া গত ১০টি উপ-নির্বাচনে বিজেপিকে পর্যুদস্ত করেছে কংগ্রেস এবং অন্যান্য প্রগতিশীল ও বহুত্ববাদী দলগুলি। তাঁর দাবি, কর্নাটকের এই খবর অত্যন্ত আশাব্যাঞ্জক। দেশবাসীর মন যে পাল্টাচ্ছে, এটা তারই ইঙ্গিত।এই ফলাফলে উচ্ছ্বসিত কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীও| সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুমারস্বামী বলেছেন, ‘‘রাজ্য এবং কেন্দ্রের কংগ্রেস নেতাদের অভিনন্দন| অভিনন্দন রাজ্যের জেডি (এস) নেতা-কর্মীদেরও| বিজেপি-র পক্ষ থেকে বলা হয়েছিল, জেডি (এস)-কংগ্রেস জোট ‘অপবিত্র মৈত্রী’| সেই মন্তব্য আজ খারিজ হয়ে গেল|’’ আসন্ন লোকসভা নির্বাচনেও কংগ্রেসের হাত ধরেই প্রতিদ্বন্দ্বীতা করবে জেডি (এস), এমনই মন্তব্য করে কুমারস্বামী আরও বলেছেন, ‘রাজ্যে মোট ২৮টি লোকসভা আসন | সমস্ত আসনে জয়ী হওয়ার জন্য কংগ্রেসের পাশে রয়েছি আমরা| আমাদের প্রতি জনগণের আস্থা রয়েছে| এই জয় আমাদের অহংকার নয়, আত্মবিশ্বাস বাড়াল|’ বিজেপিকে আক্রমণ করে কুমারস্বামী বলেছেন, ‘কয়েকজন কংগ্রেস এবং জেডি (এস) বিধায়ককে ২৫-৩০ কোটি টাকা দেওয়ার প্রলোভন দেখিয়েছিল বিজেপি| এভাবে কখনই দমন করা সম্ভব নয়|’
ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র এই খারাপ ফলাফল প্রসঙ্গে কংগ্রেস নেতা দীনেশ গুণ্ডু রাও-এর বক্তব্য, ‘জনগণ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে| পাশাপাশি মোদী সরকারকেও মানুষ প্রত্যাখ্যান করেছে| উপনির্বাচনের ফলাফল গোটা দেশে এই বার্তা পৌঁছে দেবে যে, সময় এসেছে পরিবর্তনের|’ কংগ্রেস-জেডি (এস) জোটের এই ফলাফলে উচ্ছ্বসিত হয়ে কংগ্রেস নেতা তথা কর্ণাটকের মন্ত্রী ডি কে শিবকুমার বলেছেন, ‘স্পষ্টভাবে, কোনও গণতান্ত্রিক ফলাফলে, নির্বাচনী প্রক্রিয়া..জনগণের মতামত খুবই গুরুত্বপূর্ণ| গোটা দেশবাসীর কাছে স্পষ্ট বার্তা দিল এই উপনির্বাচনের ফলাফল|’
মঙ্গলবার উপনির্বাচনের ফল প্রকাশের পর বিজেপি নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা কর্নাটকের উপনির্বাচনে টাকা ছড়িয়ে, পেশীশক্তির জোরের অভিযোগ এনেছেন কংগ্রেসের বিরুদ্ধে |তিনি বলেছেন, ওরা টাকা, বাহুবল, সরকারি ক্ষমতা ব্যবহার করেছে, জিতেছে টাকা, মদ বিলিয়ে, নয়তো আমরা আরও ভোট পেতাম। তবে শিমোগায় ওরা এসব করতে পারেনি, তাই আমাদের ভেঙে পড়ার কোনও কারণ নেই। হাত গুটিয়ে বসে থাকব না আমরা। যদিও লোকসভা ভোটে ২২-২৩টি আসন জিতব আমরা, এ নিয়ে কোনও সংশয় নেই। তিনি বলেন, ২০১৯ এর সাধারণ নির্বাচনের আগে বিজেপি তা খতিয়ে দেখে আত্মসমীক্ষা করবে । এই ফল আমাদের সাবধান হওয়ার বার্তা দিয়ে গেল বলে মনে করি। এখন থেকেই আমাদের কাজ শুরু করে দিতে হবে।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর, শনিবার কর্ণাটকের তিনটি লোকসভা এবং দু’টি বিধানসভা আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ হয়| ভোটগ্রহণের দু’দিন পর মঙ্গলবার সকাল আটটা থেকে শুরু হয় উপনির্বাচনের ভোটগণনা| উপনির্বাচনের ফলাফল ঘোষণার কিছুক্ষণের মধ্যেই পরিষ্কার হয়ে যায় তিনটি লোকসভা এবং দু’টি বিধানসভা আসনে জয়ী হওয়ার পথে কংগ্রেস-জেডি (এস) জোট| বিকেলের মধ্যেই সবকিছু পরিষ্কার হয়ে যায়| চূড়ান্ত ফলাফল ঘোষণা হওয়ার আগেই কংগ্রেস এবং জেডি (এস) কর্মী-সমর্থকরা আনন্দে মেতে ওঠেন| শুরু হয়ে যায় মিষ্টিমুখ বিতরণ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *