![](https://jagarantripura.com/wp-content/uploads/2018/03/bjp-logo-1-300x225.jpg)
উল্লেখ্য, ১৯৫২ সালের ১ এপ্রিল মধ্যপ্রদেশের বারওয়ানি জেলার থিকরি তেহসিলের বান্দারকচ্ছ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন দেবী সিং প্যাটেল| রেখে গেলেন স্ত্রী এবং দুই ছেলেকে| সোমবার বিকেল তিনটে নাগাদ বান্দারকচ্ছ গ্রামেই শেষকৃত্য সম্পন্ন হবে| ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র প্রার্থী হিসেবে ১৯৮৫-২০১৩ সাল পর্যন্ত সাতবার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দীতা করেছিলেন দেবী সিং প্যাটেল| তার মধ্যে তিনবার (১৯৯০, ১৯৯৮, ২০০৩) আনজাদ বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তিনি| ২০০৮ সালে রাজপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন দেবী সিং প্যাটেল| এছাড়াও ২০০৩ সালে উমা ভারতী সরকারের আমলে মন্ত্রী হিসেবেও দায়িত্ব সামলেছেন দেবী সিং প্যাটেল|