নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ অক্টোবর৷৷ মিজোরামের বর্তমান অবস্থার সাথে ত্রিপুরার ৭ মাস পূর্বের অবস্থাকে এক আসনে বসিয়ে বিজেপি প্রদেশ
![](https://jagarantripura.com/wp-content/uploads/2018/10/Biplab-300x168.jpg)
সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নির্বাচনী জনসভায় মিজোরামে পরিবর্তনের ডাক দিয়েছেন৷ তাঁর কথায়, মিজোরামের হাল বদলাতে পরিবর্তন খুবই জরুরি৷ উদাহরণ হিসেবে তিনি ত্রিপুরাকে টেনে এনে দাবি করেন, এই ছোট্ট পাবর্তী রাজ্য গত ৭ মাসে অনেকটাই বদলে গেছে৷
আগামী ২৮ নভেম্বর মিজোরামে বিধানসভা নির্বাচন অনুুষ্ঠিত হবে৷ ৪০ আসন বিশিষ্ট মিজোরাম বিধানসভায় বর্তমানে কংগ্রেসের শাসন চলছে৷ বিজেপি উত্তরপূর্বের এই রাজ্যে প্রসার বৃদ্ধির চেষ্টা শুরু করেছে৷ ত্রিপুরার বিধানসভা নির্বাচনে অন্যতম মূখ দলের প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেবকে মিজোরামে ৫টি আসনে প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে৷ মঙ্গলবার মিজোরামে কমলনগরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিপ্লব কুমার দেব মোদি সরকারের সাফল্যগুলি তুলে ধরেন৷ পাশাপাশি তাঁর কটাক্ষ, মিজোরামে কেন্দ্রের বহুমুখি জনকল্যাণমূলক প্রকল্পগুলির সুবিধা মিলছে না৷ কারণ, রাজ্য সরকার সেই গুলি সঠিক ভাবে বাস্তবায়ন করছে না৷ প্রসঙ্গক্রমে তাঁর দাবি, ৭ মাস আগে ত্রিপুরাতেও একই পরিস্থিতি ছিল৷ কেন্দ্রের বিভিন্ন প্রকল্প তৎকালীন রাজ্য সরকার সঠিক ভাবে বাস্তবায়ন করেনি৷ তাই, ত্রিপুরার উন্নয়ন আশানুরূপ হয়নি৷ কিন্তু এখন গত ৭ মাসে ত্রিপুরার উন্নয়নে গতি পেয়েছে৷ তাঁর দাবি, কেন্দ্রের জনকল্যাণমুখি প্রকল্প গুলি রাজ্যবাসির কাছে পৌছে দেওয়া হচ্ছে৷ রাজ্যের নতুন সরকার রাজ্যের এবং রাজ্যবাসীর উন্নয়নে কেন্দ্রীয় সহায়তায় আপ্রাণ চেষ্টা করছে৷ এই উদাহরণ তুলে ধরে তিনি দাবি করেন, মিজোরামেও উন্নয়ন গতি পাবে৷ যদি বিধানসভা নির্বাচনে সরকার পরিবর্তন সম্ভব হয়৷ তাঁর কথায়, কেন্দ্রের সুযোগ সুবিধাগুলি একমাত্র বিজেপি শাসিত রাজ্যেই সঠিক ভাবে জনগণের কাছে পৌছে দেওয়া হচ্ছে৷ কিন্তু, মিজোরামে কংগ্রেস শাসিত সরকার জনগণের কল্যাণে কেন্দ্রীয় সহায়তা পাওয়া সত্বেও আশানুরূপ কাজ করছে না৷
এদিন তিনি দাবি করেন, বিজেপি সবাইকে একসাথে নিয়ে চলতে বিশ্বাসী৷ তাঁর কথায়, ত্রিপুরায় মন্ত্রিসভায় চাকমা সম্প্রদায় থেকে জয়ী বিধায়ককে সদস্য করা হয়েছে৷ শুধু তাই নয়, জাতি-উপজাতিকে মন্ত্রিসভায় সমান সুযোগ দেওয়া হয়েছে৷ কারণ, বিজেপি বিশ্বাস করে সমাজের কোনও অংশকে অবহেলিত রেখে উন্নয়ন সম্ভব নয়৷ তাই তিনি মিজোরামে পরিবর্তনের ডাক দিয়েছেন৷