BRAKING NEWS

তিন জওয়ানের শহিদ হওয়ার ঘটনায় পাকিস্তান দূতাবাসের আধিকারিকদের তলব বিদেশমন্ত্রকের

নয়াদিল্লি, ২৩ অক্টোবর (হি.স.): তিন জওয়ানের শহিদ হওয়ার ঘটনায় পাকিস্তান দূতাবাসের বরিষ্ঠ আধিকারিকদের মঙ্গলবার ডেকে পাঠাল ভারতের বিদেশমন্ত্রক। গত ২১শে অক্টোবর জম্মু ও কাশ্মীরের সুন্দরবনি সেক্টরে পাকিস্তানের জঙ্গিদের গুলিতে শহিদ হন টহলরত তিন জওয়ান। বিষয়টিকে মোটেও হাল্কা ভাবে নেয়নি বিদেশমন্ত্রক। মঙ্গলবার এই ঘটনার প্রতিবাদ করে ভারতে নিযুক্ত পাকিস্তানি দূতাবাসের বরিষ্ঠ আধিকারিকদের ডেকে পাঠাল বিদেশমন্ত্রক। পাকিস্তানি জঙ্গিদের গুলিতে তিন ভারতীয় জওয়ানের শহিদ হওয়ার ঘটনায় তীব্র ভাষায় প্রতিবাদ জানিয়েছে বিদেশমন্ত্রক। এক বিবৃতি দিয়ে বিদেশমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, জঙ্গিদের ক্রমাগত মদত দিয়ে চলেছে পাকিস্তান। ভারতের সঙ্গে শান্তিপূর্ণ গঠনমূলক সম্পর্কের যে আশ্বাস পাকিস্তান দিয়ে চলেছে তার কোনও ভিত্তি নেই। নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডের ঢোকার সময় ছয়জন পাকিস্তানি জঙ্গিকে বাধা দেয় সীমান্তে টহলরত নিরাপত্তা বাহিনী। দুই তরফের মধ্যে শুরু হয় তীব্র গুলির লড়াই। সংঘর্ষে দুই জঙ্গি প্রাণ হারায়। শহিদ হন তিন জওয়ান। বিদেশমন্ত্রকের তরফে নিহত জঙ্গিদের মৃতদেহগুলিকে নিয়ে যেতে বলা হয়েছে পাকিস্তানকে।

অন্যদিকে ভারতীয় সেনাবাহিনীর তরফে পাকিস্তানকে জঙ্গি মদত দেওয়া থেকে বিরত থাকার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পাশাপাশি পাকিস্তানের অবাঞ্ছিত সংঘর্ষ বিরত লঙ্ঘন নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে ভারত। বিদেশমন্ত্রকের তরফে পাকিস্তান দূতাবাসের আধিকারিকদের মনে করিয়ে দেওয়া হয় ২০০৩ সংঘর্ষ বিরত নিয়ে দুই দেশ সমঝোতায় এসেছিল। কিন্তু তার তোয়াক্কা না করে ২০১৮ সালে এখনও পর্যন্ত ১৫৯১ বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্তে করেছে পাকিস্তান। দ্বিপাক্ষিক সম্পর্কের মর্যাদা দিয়ে পাকিস্তানের উচিত সন্ত্রাসবাদীদের মদত করাটা পুরোপুরি বন্ধ করে দেওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *