শ্রীনগর, ২১ অক্টোবর (হি.স.) : দক্ষিণ কাশ্মীরের কুলগামের লারোতে বিস্ফোরণে নিহত তিন নিরীহ নাগরিক। গুরুতর আহত বহু।
রবিবার ভোর রাতে দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার লারো এলাকায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াইয়ে নিকেশ তিন জঙ্গি। সূত্রের খবর ওই অঞ্চলের একটি বাড়িতে লুকিয়ে ছিল জঙ্গিরা। গোপন সূত্র থেকে খবর পেয়ে রবিবার ভোরে দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার লাররো এলাকায় তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। গোটা এলাকাটি ঘিরে চিরুনি তল্লাশি চালানো হয়। নিরাপত্তা বাহিনীর জওয়ানদের দেখামাত্র গুলি
চালাতে শুরু করে জঙ্গিরা। নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয় ওই তিন জঙ্গি। নিহত জঙ্গিদের বের করার পর বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা। সেই সময় এই বিস্ফোরণটি। বিস্ফোরণের বিকট শব্দে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত বহু। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। আহতদের মধ্যে অনেককে শ্রীনগরে রেফার করে দেওয়া হয়েছে। কি কারণে এই বিস্ফোরণ হল তা খতিয়ে দেখা হচ্ছে।
![](https://jagarantripura.com/wp-content/uploads/2016/11/BLAST-300x169.jpg)
অন্যদিকে, সংঘর্ষে গুরুতরা আহত হয়েছে দুই জওয়ান। ওই এলাকার ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। উল্লেখনীয় দুইদিন আগে বারামুলা জেলার খারহার এলাকায় পুলিশের গুলিতে খতম হয় দুই জঙ্গি। নিহত জঙ্গিদের কাছ থেকে দুইটি একে-৪৭ রাইফেল, গ্রেনেড লঞ্চার, তিনটি গ্রেনেড, দুইটি চিনা পিস্তল ও আরও বিস্ফোরক বাজেয়াপ্ত করা হয়।