![](https://jagarantripura.com/wp-content/uploads/2013/10/murder-300x226.png)
দিল্লি পুলিশের ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, রবিবার রাতে কনট প্লেস এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় একজন অটো-রিক্সা চালককে| প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, দুষ্কৃতীরা অটো-রিক্সার যাত্রী ছিল| এই ঘটনার তদন্তে নেমে করণ এবং বিট্টু নামে দু’জন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে| উদ্ধার হয়েছে একটি অস্ত্র| এখনও অধরা আরও একজন দুষ্কৃতী| কি কারণে নৃশংসভাবে খুন করা হল অটো-রিক্সার চালককে, তা তদন্ত করে দেখছে পুলিশ|