BRAKING NEWS

ফের রেকর্ড পতন টাকার দামে

মুম্বই, ৪ অক্টোবর (হি.স.) : ফের কম টাকার দাম । বৃহস্পতিবার এক ডলারের দাম দাঁড়াল ৭৩ টাকা ৭৭ পয়সা। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে। দেশে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ আমদানি করা পণ্য ও পরিষেবার খরচ রফতানি করা পণ্য ও পরিষেবার মুল্যের চেয়ে আরও বেশি বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তার ওপরে দেশের বাজার থেকে পালিয়ে যাচ্ছে পুঁজি। এই তিনটি কারণে টাকার দামে পতন অব্যাহত রয়েছে।

বুধবার বাজার বন্ধ হওয়ার পরে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, সরকারি তেল সংস্থাগুলিকে বিদেশ থেকে এক হাজার কোটি ডলার ঋণ নিতে অনুমতি দেওয়া হবে। আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধি ও দেশে টাকার দামের পতনের ফলে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তার মোকাবিলা করার জন্যই সরকারি তেল কোম্পানিগুলিকে ওই অনুমতি দেওয়া হয়েছে। পর্যবেক্ষকরা অবশ্য বলছেন, বাজারে এই সিদ্ধান্তের প্রভাব পড়বে সামান্যই। শুক্রবার নতুন অর্থিক নীতি ঘোষণা করবে রিজার্ভ ব্যাঙ্ক। সকলের নজর এখন সেদিকে। আগামী দিনেও শেয়ার ও বন্ডের দাম থাকবে কমের দিকে। চলতি বছরে ডলারের তুলনায় টাকার দাম কমেছে ১৩ শতাংশ। অন্যদিকে বেড়েছে ডলারের দাম। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামও এখন বেড়ে হয়েছে ব্যারেল প্রতি ৮৫ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *