নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর৷৷ একজন সুশ্রী মহিলা সুকটিতে চেপে আসলেন৷ রাস্তার পাশে সুকটিটি দাঁড় করিয়ে রাখা মাত্রই ট্রাফিক পুলিশের উর্দি পরা এক আধিকারীক ঐ মহিলার সামনে উপস্থিত হলেন৷ ট্রাফিক পুলিশের ঐ আধিকারীকের হাতে লাল গোলাপ৷ কোন কিছু বুঝ উঠার আগেই ঐ ট্রাফিক পুলিশ আধিকারীক সুকটি চালিয়ে আসা সুশ্রী মহিলাকে লাল গোলাপ নিবেদন করলেন৷ মহিলাতো অবাক বনে গেলেন৷ ঐ মহিলার জীবনে নতুন করে বসন্ত এল নাকি এই শরতে৷ নাকি সপ্রিম রায়ে পরকীয়ার নতুন ধারাপাত৷ প্রত্যক্ষদর্শীদের অনেকেই হতবাক হয়ে পড়েন৷ দৃশ্যপটটা এমনই যে মনে মধ্যে একগুচ্ছ প্রশ্ণ জন্ম দিল৷ কয়েক মিনিটের এই দৃশ্যের ক্লাইমেক্স দূর হয়ে গেল৷
মঙ্গলবার, ২রা অক্টোবর জাতীর জনক মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মদিনে আগরতলায় রাজপথে ট্রাফিক পুলিশের অন্যরকম ভূমিকাই নজরে এসেছে৷ সবদিন ট্রাফিক পুলিশ বাইক, সুকটি, অটো ও যানবাহন চালকদের জন্য ভয়ের কারণ৷ কাগজপত্র চেকিং করে গলদ নজরে এলেই মোকদ্দমা কিংবা জরিমানার খড়গ৷ কিন্তু, এদিন ট্রাফিক পুলিশ গান্ধীগিরি দেখাল৷ হেলমেট না পরে যারা বাইক কিংবা সুকটি চালাচ্ছে তাদেরকে লাল গোলাপ উপহার দিয়ে অনুরোধ করা হয় যাতে জীবনের সুরক্ষায় হেলমেট পরে দ্বিচক্রযান চালান৷ ট্রাফিক পুলিশের এই উদ্যোগ সকলের মনে রেখাপাত করেছে৷