BRAKING NEWS

যুব সমাজকে গান্ধিজির সিদ্ধান্ত সঙ্কল্প বিচার ও ভাবনা পড়তে হবে ঃ রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্ঢেম্বর৷৷ শিক্ষার মাধমে দেশভাবনা, সামাজিক চেতনা জাগাতে হবে৷ গান্ধিজি বলতেন, যেদিন প্রত্যেক দেশব্যাপী নির্ভয়ে দেশকে নিজের দেশ, দেশের সরকারকে নিজের সরকার, আর সব ভারতবাসী একজন অরেকরজনকে সহোদয় ভাববে, অপরের দুঃখকে নিজের বলে অনুভব করবে সেইদিনই সত্যিকারের স্বতন্ত্র ভারত গঠিত হবে৷ আর এই দায়িত্বকে বাস্তবে রূপ দিতে পারে সঠিক শিক্ষা৷ আজ সূর্যমণিনগরে ব্র্যান্ড এম্বাসেডর কাম কনভেনার অব নর্থ ইস্ট নমস্তে স্টেটস আয়োজিত স্বচ্ছ ভারত অভিযান অনুষ্ঠানে প্রধান অতিথির  ভাষণে রাজ্যপাল প্রফেসর কাপ্তান সিং সোলাঙ্কি একথা বলেন৷ তাছাড়া উপস্থিত ছিলেন উপজাতি কল্যাণ ও বন দপ্তরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া, বিধায়ক রামপ্রসাদ পাল ও বিধায়ক রামপদ জমাতিয়া, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সোতাই কোরি এবং অন্যন্যরা৷

রাজ্যপাল আরো বলেন, মানুষের ব্যক্তিসত্ত্বা উন্নত হলেই দেশের উন্নতি হবে৷ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও ভয়মুক্ত এবং মাথা উঁচু রেখে চলা যায় এমন দেশ চেয়েছিলেন৷ তিনি  বলেন পণ্ডিত দীনদায়ল উপাধ্যায়, মহাত্মা গান্ধি এক নতুন ভারত গঠনের স্বপ্ণ দেখতেন৷ আজকের যুব সমাজকে মহাত্মা গান্ধির সিদ্ধান্ত, সংকল্প, বিচার ও ভাবনাকে পড়তে হবে, জানতে হবে৷ না হলে নতুন শ্রেষ্ঠ, সম্পন্ন, শিক্ষিত, সমৃদ্ধ ও সুরক্ষিত ভারত গঠন সম্ভব নয়৷ তাই নবভারত গঠনে মহাত্মা গান্ধির গুরুত্ব আজ বুঝতে হবে৷ তাই ২০১৪ সালে বর্তমান কেন্দ্রীয় সরকার ক্ষমতায় এসেই মহাত্মা গান্ধির বিচারগুলিকে প্রয়োগে আনার জন্য সচেষ্ট হয় এবং শুরু হয় দেশব্যাপী স্বচ্ছ ভারত অভিযান৷ তৎকালীন সময়ে  গান্ধিজী সুন্দর জীবন যাপন করতে পারতেন৷ দেশকে ব্রিটিশ মুক্ত করতে ভ ারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন৷ আর এই আন্দোলনকে জন আন্দোলনে পরিণত করেছিলেন৷ গান্ধিজীর নতুন ভারত গঠনের স্বপ্ণ বাস্তবায়িত হলে ভারত আবার বিশ্বশ্রেষ্ঠ হবে৷ উপজাতি কল্যাণ ও বন দপ্তরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া বলেন, স্বচ্ছতার মাধ্যমে রোগব্যাধি মুক্ত হওয়া যায়৷  আমাদের মনেরও স্বচ্ছতা আনতে হবে৷ বর্তমান কেন্দ্রীয় সরকার দেশের সব মানুষের কল্যাণের জন্য নানান  প্রকল্প চালু করেছে৷ স্বচ্ছ ভারত অভিযান হল তাদেরই একটি৷ আলোচনা করেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর উপদেষ্টা তথা স্বচ্ছ ভারত অভি যানের উত্তর পূর্বাঞ্চলের ব্র্যান্ড এম্বাসেডর সোতাই কোরি৷ অনুষ্ঠান শেষে অতিথিগণ ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম গেডের সামনে রাস্তার স্বচ্ছতা অভিযানে অংশ নেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *