BRAKING NEWS

বিবেক তিওয়ারি হত্যাকাণ্ডে যোগী আদিত্যনাথের পদত্যাগের দাবি করলেন অখিলেশ যাদব

লখনউ, ৩০ সেপ্টেম্বর (হি.স.) অ্যাপেল স্টোরের অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার বিবেক তিওয়ারি(৩৮) হত্যাকাণ্ডে উত্তপ্ত উত্তরপ্রদেশের রাজনৈতিক মহল। এই হত্যাকাণ্ডের পেছনে প্রশাসনিক ব্যর্থতার দিক তুলে ধরে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পদত্যাগ দাবি করলেন সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব।
শনিবার ভোররাতে উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ে| পুলিশের নির্দেশ সত্ত্বেও গাড়ি না থামানোয় ওই গাড়িটিকে লক্ষ্য করে গুলি চালান লখনউ পুলিশের কর্তব্যরত এক পুলিশ কর্মী| পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ডিভাইডারে এবং পরে দেওয়ালে ধাক্কা মারে গাড়িটি, শেষরক্ষা হয়নি গাড়ির চালকের| গুলিবিদ্ধ হওয়ায় পরে মৃত্যু কোলে ঢলে পড়েন গাড়ির চালক, পেশায় অ্যাপেল স্টোরের অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার বিবেক তিওয়ারি (৩৮) | আর এই মৃত্যুর ঘিরেই শুরু হয়েছে জোর জল্পনা। ইতিমধ্যেই অভিযুক্ত পুলিশকর্মীকে সাসপেন্ড করে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এরই মাঝে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পদত্যাগের দাবি করে সমাজবাদী পার্টি নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। ভাবতেই পারছি না এমন ধরণে কি করে ঘটল। কিন্তু বিজেপি সরকার কাছ থেকে আর কিবা আশা করা যায়। বর্তমান সরকারের আমলে এমন বহু মিথ্যা এনকাউন্টারের ঘটনা ঘটেছে। যদি প্রয়োজন পড়ে তবে সিবিআই তদন্ত হোক। এটি কোনও এনকাউন্টার ছিল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *