রাজ্যে দুটি আই আর ব্যাটেলিয়ন গঠনের জন্য সিদ্ধান্ত মন্ত্রিসভায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ সেপ্ঢেম্বর৷৷ রাজ্য সরকার খুব শীঘ্রই রাজ্যে দুটি ইন্ডিয়ান রিজার্ভ (আই আর) বাটেলিয়ন গঠন করবে৷ আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আই আর  ব্যাটেলিয়ন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ বৈঠক শেষে মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্ত জানিয়ে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জানান, এই দুটি ব্যাটেলিয়নের জন্য মোট ২,০১৪ জন জওয়ান নিয়োগ করা হবে৷ এতে ১০ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষণ থাকবে ৷ ৮৫ শতাংশ রাজ্য থেকে এবং ১৫ শতাংশ অন্য রাজ্য থেকে জওয়ান নিযুক্ত করা  হবে৷ রাজ্য সরকারের নতুন নিয়োগ পদ্ধতি অনুযায়ীই নিয়োগগুলি করা হবে৷ এরফলে রাজ্যের বিরাট সংখ্যক যুবক-যুবতি কর্ম সংস্থানের সুযোগ পাবে ৷ শিক্ষামন্ত্রী জানান, কাঞ্চনপুর এবং গণ্ডাছড়াতে নতুন দুটি আই টি আই-তে ৪২ জন লোক নিয়োগ করা  হবে৷ এছাড়া বক্সনগর আইটিআই-তে নতুন দুটি ট্রেড চালু করা হবে৷ এই তিনটি আইটিআই-তে ব ছরে মোট ৪৪০  জন ছেলে মেয়ে প্রশিক্ষণ নিতে  পারবে৷ আগামী  বছর আগস্ট মাস থেকে এই  প্রশিক্ষণ কর্মসূচি শুরু  হবে৷ শিক্ষামন্ত্রী জানান, রাজ্য মন্ত্রিসভা রাজ্যের  নতুন তিনটি জুডিশিয়াল ডিস্ট্রিক্ট যথাক্রমে ধলাই, খোয়াই ও সিপাহীজলায় তিনজন সিস্টেম অফিসার এবং ছয়জন সিস্টেম অ্যাসিস্টেন্ট নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে৷ এছাড়া রাজ্যের আটটি জুডিশিয়াল ডিস্টিক্টে আটজন কোর্ট ম্যানেজার নিয়োগ  করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ শিক্ষামন্ত্রী বলেন, আজ প্রজ্ঞাভবনে শিক্ষা দপ্তরের এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে ৮ জেলার ৮ জন ডিইও এবং ৫৯ জন বিদ্যালয় পরিদর্শক অংশ নেন৷ বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় একজন শি৭ক সপ্তাহে ২৫টি ক্লাস নেবেন৷  প্রত্যেক শিক্ষক ২০ জন ছেলে মেয়েকে এডপ্ঢ ক রবেন, যাতে তাদের লেখাপড়ার গুণমান  ভালো হয়৷ তিনি জানান, সারা রাজ্যে মোট ৭ লক্ষ ২৯ হাজার ৮৭৭ জন ছাত্রছাত্রী রয়েছে৷ শিক্ষক-শিক্ষিকা রয়েছে ৪৮ হাজার ৭৮০ জন৷ শিক্ষামন্ত্রী জানান, এই  পর্যালোচনা বৈঠক ছাড়াও এই ভবনে ছাত্রছাত্রীদের নিয়ে বিজ্ঞান সেমিনার অনুষ্ঠিত হয়৷ এতে ৭০০-৮০০ জন ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকা অংশ নেয়৷ সেমিনারে প্রথম হয়েছে উদয়পুর ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের ছাত্রী দেবর্ষিতা বৈদ্য, দ্বিতীয় হয়েছেন শিশু বিহার ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের ছাত্রী মেঘমিতা বৈদ্য এবং তৃতীয় বিলোনিয়া ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের ছাত্রী পূর্বালী চক্রবর্তী৷ শিক্ষামন্ত্রী জানান, আমাদের প্রত্যাশা আগামী ৩ বছরের মধ্যে আমরা রাজ্যের গুণগত শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে পৌঁছে যাবো৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *