BRAKING NEWS

বায়ুসেনা ও হ্যালের জন্য আমরা লড়ব : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (হি.স.) : রাফাল নিয়ে ফের সরব রাহুল গান্ধী। বায়ুসেনা আধিকারিক, জওয়ান এবং হ্যালে কর্মরত প্রত্যেকের প্রতি ন্যায়ের জন্য আমরা লড়ব লিখে সোশ্যাল মিডিয়া ট্যুইটারে সরব হন রাহুল গান্ধী।
মঙ্গলবার সোশ্যাল মিডিয়া ট্যুইটারে রাহুল গান্ধী লেখেন, সমস্ত বায়ুসেনা আধিকারিক, জওয়ানরা যারা দেশকে সেবা করে চলেছে, শহিদ পাইলটদের পরিবারবর্গে প্রতি, হ্যালে কর্মরত সমস্ত কর্মীরা তাদের সবার যন্ত্রণা আমরা অনুভব করছি। আমরা বুঝতে পারছি তাদের মনের ভেতরে কি চলছে। যাদেরকে আজ অসম্মানিত করা হয়েছে তাদের হয়ে আমরা ন্যায়ের জন্য লড়াই করব।
এছাড়াও এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী বলেন, আমার চোখে চোখ রেখে তাকানোর ক্ষমতা প্রধানমন্ত্রীর নেই। আমি তাকে প্রশ্ন করছি ৪৫০০০ কোটি টাকার দেনার দায়ে জর্জরিত অনিল আম্বানির কোম্পানিকে কেন এই চুক্তিতে যুক্ত করা হল?
উল্লেখনীয়, সোমবার কংগ্রেস সভাপতি দাবি করেছিলেন, দেশের পাহারাদার (প্রধানমন্ত্রী) গরিব, শহিদের পরিবারবর্গ, জওয়ানদের পকেট থেকে ২০,০০০ কোটি টাকা নিয়ে অনিল আম্বানিকে দিয়ে দিয়েছেন। কংগ্রেস সভাপতির এমন ধরণের মন্তব্যের নিন্দা করে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, রাহুল গান্ধীর গোটা পরিবার বহু দুর্নীতি কাণ্ডে যুক্ত। বোফর্স ও ন্যাশনাল হেরল্ড সহ একাধিক দুর্নীতিতে জর্জরিত রাহুল গান্ধীর পরিবার। তাঁর মত মিথ্যাবাদী এবং দায়িত্বজ্ঞানহীন নেতার কংগ্রেস সভাপতির পদে থাকাটাই লজ্জার বিষয়। তাঁর থেকে নতুন করে কোনও প্রত্যাশাই আমাদের নেই। স্বাধীন ভারতের ইতিহাসে কোনও জাতীয় দলের সভাপতি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমন নিম্ন রুচির মন্তব্য করেননি। আমরা কংগ্রেসের মুখোশ খুলে দেব।
অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানিয়েছিলেন, রাফাল চুক্তি নিয়ে লুকনোর কিছু নেই। ফরাসি সরকারও বহুবার বিবৃতি দিয়ে বিষয়টি স্পষ্ট করেছে। এই ইস্যুহীন ঘটনাকে লোকসভা নির্বাচনের আগে ফায়দা তোলার জন্য ইস্যুতে পরিণত করতে চাইছে কংগ্রেস। কেন্দ্রীয় সরকার রাফাল চুক্তি সম্পর্কে পুরোপুরি স্বচ্ছ। কিন্তু বিরোধীরা কোনও রকম ভিত্তি ছাড়াই অযথা অভিযোগ তুলছে।
এদিকে এদিন রাফাল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নিম্ন রুচির মন্তব্য করার জন্য কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নিন্দায় মুখর হন বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিংও। রাহুল এখন নিজেকে ‘মিথ্যার সম্রাট’-এ পরিণত করেছেন। রাফাল প্রসঙ্গে জনগণকে বিভ্রান্ত করেছেন রাহুল গান্ধী, এমন দাবি করেছেন সিদ্ধার্থনাথ সিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *