শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (হি.স.) : নিরাপত্তাজনিত কারণে রবিবার ট্রেন চলাচল বন্ধ রইল কাশ্মীরে। রাজ্য পুলিশের সঙ্গে বৈঠকের পর ট্রেন পরিষেবা এদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় রেল দফতর।
উত্তর কাশ্মীরে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের জেরে ট্রেন চলাচল বন্ধ ছিল। দক্ষিণ কাশ্মীরেও এদিন ট্রেন চলাচল বন্ধ ছিল। রেলের তরফে জানানো হয়েছে দক্ষিণ কাশ্মীরে বাদগাম-অনন্তনাগ-কাজিগন্ড থেকে জম্মুর বানিহাল পর্যন্ত এদিন কোনও ট্রেন চলেনি। একই ভাবে শ্রীনগর-বাদগাম এবং উত্তর কাশ্মীরের বারামুলার মধ্যে ট্রেন পরিষেবা বন্ধ ছিল। ট্রেন চলাচল বন্ধ হওয়ার ফলে সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগের মুখে পড়তে হয়েছে। উপত্যকায় ট্রেন হচ্ছে অন্যতম প্রধান জনপ্রিয় পরিবহনের মাধ্যম। ভাড়াও কম। ফলে সাধারণ মানুষের কাছে এটি খুবই জনপ্রিয়। যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখেই এদিন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ। পুলিশের সঙ্গে বৈঠকের পর ফের ট্রেন পরিষেবা আরাম্ভ করা হবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।