
ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)-র তরফে জানানো হয়েছে, শনিবার দুপুর ১২.১১.২১ মিনিট নাগাদ ৩.৪ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় কিন্নর জেলায়| ভূমিমকম্পের উত্সস্থল ছিল অক্ষাংশ ৩১.৮ উত্তর এবং অক্ষাংশ ৭৮.৫ পূর্ব, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে| ভূমিকম্পের তীব্রতা তুলনামূলক কম থাকায়, ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি|