নয়াদিল্লি ও মুম্বই, ১০ সেপ্টেম্বর (হি.স.): মার্কিন ডলারের সঙ্গে দৌড়ে আবারও পিছিয়ে পড়ল ভারতীয় মুদ্রা। পিছিয়ে পড়ার ক্ষেত্রে ফের সর্বকালীন রেকর্ড গড়ল ভারতীয় টাকা। মার্কিন ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার দাম চলে এল ৭২ টাকা ৬৬ পয়সায়। আগস্ট মাসের ১৬ তারিখ থেকে ভারতীয় মুদ্রার রেকর্ড পরিমাণ পতনের সূচনা হয়। মার্কিন ডলারের তুলনায় রেকর্ড পতন হয় টাকার মূল্য৷ সেই শুরু। এর পরে প্রত্যেকদিনই টাকার মূল্য নিম্নমুখী। নামতে নামতে সোমবার ভারতীয় মুদ্রার দাম পৌঁছল, এক মার্কিন ডলার কিনতে গেলে খরচ করতে হবে ৭২ টাকা ৬৬ পয়সা।
অর্থনীতিবিদদের একাংশের বক্তব্য, যে হারে টাকার মূল্য পতন চলছে তাতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ভোগান্তি হতে পারে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে। সার্বিক মূল্যবৃদ্ধিও ঘটতে পারে জ্বালানির দাম বাড়ার ফলে।