মেয়েরা শিক্ষায় এগিয়ে না আসলে প্রকৃত শিক্ষা কোনও ভাবেই সম্ভব নয় ঃ শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ সেপ্ঢেম্বর৷৷ মেয়েরা শিক্ষায় এগিয়ে না আসলে প্রকৃত শিক্ষা কোনও ভাবেই সম্ভব নয়৷ সোমবার রামঠাকুর কলেজের

সোমবার রামঠাকুর কলেজের নবীন বরণ অনুষ্ঠানের উদ্বোধন করছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ ছবি- নিজস্ব৷

নবীন বরণ অনুষ্ঠানে ছাত্র তুলনায় ছাত্রীদের উপস্থিতির হার বেশি হওয়ায় তাদের এই ভাবেই বাহবা দিলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ তবে, এই অনুষ্ঠানে কলেজের শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি নিয়ে তাঁদের সংশোধনের পরামর্শ দেন তিনি৷ এই অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতির হার তুলনামূলক কম ছিল৷ কিন্তু, ছাত্র ছাত্রীদের সামনেই শিক্ষক শিক্ষিকাদের শিক্ষামন্ত্রীর সংশোধনের পরামর্শ ভালো চোখে গ্রহণ করেনি ছাত্র ছাত্রীরা৷ কারণ, অনেকেই এই বিষয়ে হলের ভেতরেই অসন্তোষ প্রকাশ করেছে৷

এদিন রামঠাকুর কলেজের নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ ছাত্র ছাত্রীদের শৃঙ্খলাকে বিশেষ ভাবে গুরুত্ব দিয়েছেন৷ তাঁর কথায়, এবছর কলেজ গুলিতে নবীন বরণ অনুষ্ঠানে প্রতিযোগিতা শুরু হয়েছে৷ এই অনুষ্ঠানে কে কত বেশি শৃঙ্খলা দেখাতে পারে তার প্রতিযোগিতা চলছে৷ এখন পর্যন্ত কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের মধ্যে সবচেয়ে বেশি শৃঙ্খলা লক্ষ্য করা গেছে৷

অবশ্য, শৃঙ্খলা নিয়ে শিক্ষামন্ত্রীর এদিন দীর্ঘ বত্তৃণতা দেওয়ার পেছনেও যথেষ্ট কারণ রয়েছে৷ এদিন অনুষ্ঠান শুরু হলেও হলে উপস্থিত ছাত্র ছাত্রীরা নিজেদের মধ্যে অনেকটা সময় কোলাহলে ব্যস্ত ছিল৷ শিক্ষক সংসদের সভাপতি বত্তৃণতা দেওয়ার সময় এতটাই চিৎকার চেচামেচি হচ্ছিল যে শিক্ষামন্ত্রীকে উঠে গিয়ে সকলকে নিরবতা বজায় রাখার অনুরোধ জানাতে হয়েছিল৷

এদিন ছাত্র ছাত্রীদের শৃঙ্খলা নিয়ে শিক্ষামন্ত্রী কিছুটা অসন্তোষ্ট হলেও অনুষ্ঠানে ছাত্রদের তুলনায় ছাত্রীদের উপস্থিতির হার বেশি হওয়ায় তাদের বাহবা দিয়েছেন তিনি৷ তাঁর কথায়, সবক্ষেত্রেই মেয়েরা এগিয়ে চলেছে৷ তাই মেয়েরা শিক্ষায় যতক্ষন না এগিয়ে আসবে ততক্ষন প্রকৃত শিক্ষা সম্ভব হবে না৷ পাশাপাশি তিনি ছাত্র ছাত্রীদের শৃঙ্খলা পলায়ন হওয়ার পরামর্শ দিয়েছেন৷ কারণ, ভবিষ্যত গড়ে তুলতে জীবনে শৃঙ্খলা খুবই জরুরি৷

এদিকে, শিক্ষামন্ত্রী এই অনুষ্ঠানে উপস্থিত কলেজের অধ্যাপক অধ্যাপিকাদেরও নিজেদের সংশোধনের পরামর্শ দিয়েছেন৷ এদিন কলেজের অধ্যাপক অধ্যাপিকাদের মধ্যে অনেকেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না৷ তাতে শিক্ষামন্ত্রীর তাদের উদ্দেশ্যে বলেন, অভিভাবকরা নিজেদের সন্তানদের শিক্ষক শিক্ষিকাদের ভরসাতেই সুকল কলেজে পাঠান৷ কিন্তু, নবীন বরণের মত অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকারাই উপস্থিত না থাকলে এর গুরুত্ব অনেকটাই খাঁটো হয়ে যায়৷ শিক্ষামন্ত্রীর বক্তব্য, শিক্ষক শিক্ষিকাদের দায়িত্ব মনে করিয়ে দিতে চাইছি, কোনও ভাবেই তাঁদের খাঁটো করা উদ্দেশ্য নয়৷ তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী দিনে এমন অনুষ্ঠানে সকল শিক্ষক শিক্ষিকারা উপস্থিত থাকবেন৷ কিন্তু, শিক্ষামন্ত্রীর এই ভাবে শিক্ষক শিক্ষিকাদের পরামর্শ দেওয়া ভালো চোখে দেখেনি ছাত্র ছাত্ররা৷ হলে উপস্থিত একাংশ ছাত্র ছাত্রীরা অসন্তোষ প্রকাশ করে বলেন, তাদের সামনে এই ভাবে শিক্ষক শিক্ষিকাদের সংশোধিত হওয়ার জন্য বলা উচিত হয়নি শিক্ষামন্ত্রীর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *