মায়ের গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে খুন ছেলের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ সেপ্ঢেম্বর৷৷  মায়ের গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে খুন করার ঘটনাকে কেন্দ্র করে উদয়পুর পাউরামুড়া গ্রামে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে৷ এলাকার উত্তেজিত জনাত অভিযুকেতত্র বাড়িতে হামলা করেছন৷ ঘটনার বিবরণে জানা গেছে, সোমবার সকালে উদয়পুরের পাউরামুড়া গ্রামের বাসিন্দাসুরবালা দেবনাথ (৮৫) গায়ে কেরোসিন ঢেলে তাতে আগুন ধরিয়ে দিয়েছেন তারই ছেলে৷ ঘটনার  পর আশঙ্কাজনক অবস্থায় বৃদ্ধা সুরবালা দেবনাথ জিবি হাসপাতালে নিয়ে আসা হয়৷ কিন্তু শেষ রক্ষা হয়নি৷ মারা যান সুরবালা দেবনাথ৷ এদিকে মৃত্যুর খবর প্রকাশ হতেই এলাকার উত্তেজিত লোকজন অইভযুক্তের াবড়িতে হামলা চালান৷ ঘটনার পর অভিযুক্ত পলাতক বলে জানা গেছে৷ যদিও পুলিশ অগ্ণিদগ্দা সুরবালা দেবনাথের ছেলের সন্ধানে তল্লাশি শুরু করেছে বলে জানা গেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *