সিধি (মধ্যপ্রদেশ), ৩ সেপ্টেম্বর (হি.স.): মধ্যপ্রদেশের সিধি জেলায় বিক্ষোভের মুখে পড়লেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। রবিবার সিধি জেলায় ‘জন আশীর্বাদ যাত্রা’ চলাকালীন মুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখানো হয়, এমনকি মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের গাড়ি লক্ষ্য করে ইটও ছুঁড়ে মারে দুষ্কৃতীরা। সিধি জেলার চূড়হাট এলাকার ঘটনা। পুলিশ সূত্রের খবর,মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ‘জন আশীর্বাদ যাত্রা’ চলাকালীন এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, ঘটনায় মুখ্যমন্ত্রীর কোনওরকম আঘাত লাগেনি। তিনি নিরাপদ এবং সুস্থ আছেন।
প্রসঙ্গত, চূড়হাট বিধানসভা কেন্দ্র মুখ্যমন্ত্রী শিবরাজ সিংয়ের বিরোধী কংগ্রেসের অজয় সিংয়ের এলাকা। রবিবার সন্ধ্যায় ‘জন আশীর্বাদ যাত্রা’ চলাকালীন মুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখানো হয়, এমনকি মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের গাড়ি লক্ষ্য করে ইটও ছুঁড়ে মারে দুষ্কৃতীরা। অন্ধকারের সুযোগে দুষ্কৃতীরা লুকিয়ে যায়। এই ঘটনায় অভিযোগের তির কংগ্রেসের দিকে। ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র রাজ্য মিডিয়া সেল প্রধান লোকেন্দ্র পরাশর জানিয়েছেন, এই ঘটনার নেপথ্যে কংগ্রেসের হাত রয়েছে। যদিও, নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস নেতৃত্ব।