নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্ঢেম্বর৷৷ ফের আগরতলা বিমানবন্দর থেকে গাঁজা উদ্ধার করল সিআইএসএফ৷ এর সঙ্গে বিহারের এক বিমানযাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে৷ জানা গিয়েছে, শুক্রবার রাতে কুড়ি কেজি গাঁজা সহ সতীশ কুমার নামের এক যুবককে আটক করেছে সিআইএসএফ৷ ধৃত যুবকের বাড়ি বিহারের বৈশালী জেলার বিধুপুর গ্রামে৷ সূত্র মারফত জানা গিযেছে, তাকে দেখে প্রথম থেকেই সন্দেহ হয় সিআইএসএফ এর কর্মীদের৷ তারপর তাকে জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হন সুরক্ষা কর্মীরা৷ তার সঙ্গের লাগেজ থেকে গাঁজা উদ্ধার হয়েছে৷ পরে ধৃত যুবককে সি আই এস এফ এর জওয়ানরা এয়ারপোর্ট থানার হাতে তুলে দেন৷ বার বার এয়ারপোর্ট থেকে গাঁজা উদ্ধারের ঘটনাকে নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে৷ জানা গেছে, বড়জলা এলাকার একটি পাচারচক্র বিমানবন্দরের সাথে যুক্ত থেকে এই গাঁজা পাচার চালিয়ে যাচ্ছে৷ উল্লেখ্য, আগরতলা সহ গোটা রাজ্যেই গাঁজা বিরোধী অভিযান চলছে৷
2018-09-02