লখনউ, ২ সেপ্টেম্বর (হি.স.) : বিগত ২৪ ঘন্টায় ভয়াবহ বৃষ্টিপাতের ফলে উত্তরপ্রদেশে মৃত্যু হয়েছে ১৬ জন মানুষের। পাশাপাশি গুরুতর আহত হয়েছে আরও ১২ জনের। রবিবার প্রশাসনের তরফ থেকে এমনই জানানো হয়েছে।
শনিবার শাহজানপুরে বাজ পড়ে মৃত্যু হয় ছয়জনের। পাশাপাশি গুরুতর আহত হয়েছেন সাত। সিতাপুরে মৃতের সংখ্যা তিন। আওরিয়া এবং আমেঠিতে দুই জন করে মানুষের মৃত্যু হয়। লখিমপুর খেরি, রায় বারেলি, উন্নাওতে একজন করে স্থানীয় বাসিন্দার মৃত্যু হয়। বিগত ২৪ ঘন্টায় ১৮টি গবাদি পশুর মৃত্যু হয়েছ। ৪৬১টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছ । প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুর কারণে পরিবারবর্গকে চার লক্ষ করে টাকা দেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।