নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যের একমাত্র উড়াল পুল নিয়ে রাজ্য সরকার ভীষণ চিন্তায় পড়েছে৷ কারণ, উড়াল পুল নির্মাণ কাজ প্রায় সমাপ্ত হলেও নির্মাণকাজের সুরক্ষা শংসাপত্র আদায় করতে খুবই বিলম্ব হচ্ছে৷ দিল্লিস্থিত সিআরআরআই’কে প্রস্তাব দিয়েছিল রাজ্য সরকার সুরক্ষা বিষয়ক সমস্ত খুঁটিনাটি পরীক্ষা নিরিক্ষা করে দেখার জন্য৷ তারা ইতিমধ্যে এর জন্য রাজ্য সরকারকে ৫০ লক্ষ টাকা খরচ হবে বলে দরপত্র পাঠিয়েছে৷ কিন্তু, আইআইটি দিল্লি এবং আইআইটি রাউরকেল্লাকেও রাজ্য সরকার উড়াল পুলের সুরক্ষা বিষয়ক সমস্ত খঁুটিনাটি পরীক্ষার জন্য প্রস্তাব পাঠালেও, তাদের পক্ষ থেকে এখনো কোন জবাব আসেনি৷ তাই, আইআইটি খড়গপুর এবং আইআইটি গুয়াহাটিকে রাজ্য সরকার সুরক্ষার বিষয়গুলি পরীক্ষা করার জন্য প্রস্তাব পাঠাবে৷ পূর্ত দপ্তরের মুখ্য বাস্তুকার দীপক দাস জানিয়েছেন, একটিমাত্র দরপত্র পাওয়া গেছে৷ অন্তত আরো একটি দরপত্র প্রয়োজন৷ তবেই, কাজ শুরু করা সম্ভব৷ কারণ, দুইটি দরপত্রে যে সমস্ত দর হাকবে তাকেই কাজের বরাত দেওয়া হবে৷ তাই, এখন অপেক্ষা করা ছাড়া অন্য কোন উপায় নেই, বলেন তিনি৷
2018-09-02