নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (হি.স.): কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর পর এবার প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পালানিয়াপ্পন চিদম্বরম| রাফায়েল চুক্তি নিয়ে ফের আক্রমণ করা হল কেন্দ্রীয় সরকারকে| প্রবীণ কংগ্রেস নেতা পালানিয়াপ্পন চিদম্বরেমর প্রশ্ন, জরুরি ভিত্তিতে ক্রয়ের কারণ আসলে কি? শনিবার নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণ করে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা পালানিয়াপ্পন চিদম্বরম বলেছেন, ‘মানুষ জানতে চাইছে এয়ারক্রাফ্টি আসলে কি? এখনও পর্যন্ত একটিও তো দেশে এল না|’
চিদম্বরমের আরও প্রশ্ন, ‘জরুরি ভিত্তিতে ক্রয়ের কারণ আসলে কি? আপনি কি জরুরি ক্রয় করছেন, যার প্রদান (ডেলিভেরি) তারিখ ৭ বছর পরে?’ প্রসঙ্গত, রাফায়েল চুক্তি প্রসঙ্গে এর আগে নরেন্দ্র মোদী সরকারকে বহুবার আক্রমণ করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| এবার চিদম্বরমও কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন|