
বেপরোয়া গাড়ির চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন চারজন, তড়িঘড়ি তাঁদেরউদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়| শুক্রবার সকালে গুরুতর আহত চারজনের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে| বাকি দু’জন এখনও হাসপাতালে চিকিত্সাধীন| এসএইচও আরও জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে| মামলা রুজু করে হিট অ্যান্ড রান মামলার তদন্ত শুরু করেছে পুলিশ|