আগরতলায় এক ছাত্রকে মোমোর আমন্ত্রণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট ৷৷  মোমো’র থাবা পড়েছে রাজধানী আগরতলায়ও৷ জানা গেছে, বৃহস্পতিবার রাজধানীর এক সকুলছাত্রের মোবাইল ফোনে গেমের আমন্ত্রণ জানিয়েছে মোমো৷ মারণ খেলাটি এবার রাজধানীর সুকল পড়ুয়াদের মোবাইলে আসায় ছাত্রছাত্রীদের অভিভাবকদের মধ্যেও আতঙ্ক দেখা দিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *