BRAKING NEWS

ফের বাড়ল জ্বালানির দাম

কলকাতা, ২৯ আগস্ট (হি.স.) : ফের বুধবারও বাড়ল জ্বালানির দাম ৷ পেট্রোলের দাম বাড়ল ১৪ পয়সা ৷ অন্যদিকে, ডিজেলেরও দাম বাড়ল ১৫ পয়সা ৷ হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ৪ জুনের পর থেকে দিল্লি, মুম্বই, কলকাতা এবং চেন্নাইয়ে পেট্রোল ডিজেলের দাম উর্দ্ধগামী ৷ এদিন কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটারে হল ৮১ টাকা ০৩ পয়সা ৷ ডিজেলের দাম প্রতি লিটার ৭২ টাকা ৫ পয়সা ৷

গত এক মাসে পেট্রোল ডিজেলের দাম প্রতি লিটারে বাড়ল ১ টাকা ৷ সোমবারের পাশাপাশি বুধবারও বেশ কিছুটা বাড়ে পেট্রোল ডিজেলের দাম ৷ দিল্লিতে গত ২৯ মে প্রতি লিটার ডিজেলের দাম ছিল ৬৯ টাকা ৩১ পয়সা ৷ অন্যদিকে, গত ১৪ দিনে পেট্রোলের দাম প্রায় ৯১ পয়সা বেড়ে গেছে ৷ আজ দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম গিয়ে দাঁড়াল ৭৮ টাকা ০৫ পয়সা ৷ অন্যদিকে, ডিজেলের দাম প্রতি লিটার বেড়ে হয় ৬৯ টাকা ৯১ পয়সা ৷ মুম্বইয়ে পেট্রোলের দাম প্রতি লিটার ৮৫ টাকা ৫২ পয়সা ৷ ডিজেলের দাম ৭৩ টাকা ৯৫ পয়সা ৷ চেন্নাইয়ে পেট্রোলের দাম ৮১ টাকা ১৪ পয়সা ৷ ডিজেলের প্রতি লিটার দাম ৭৩ টাকা ৫৯ পয়সা ৷

অগাস্টের প্রথম থেকেই বাড়ছে ডিজেল ও পেট্রোলের দাম ৷ চলতি মাসে মঙ্গলবার ডিজেলের দাম সর্বাধিক হয় ৷ সোমবার প্রতি লিটার ডিজেলের দাম ছিল ৬৯ টাকা ৪৬ পয়সা ৷ কিন্তু গত তিন দিন ধরে লাগাতার বেড়ে চলেছে পেট্রোল এবং ডিজেলের দাম ৷ যদিও বুধবার চলতি মাসের মধ্যে সর্বাধিক হয় পেট্রোল ডিজেলের দাম ৷ যা কার্যত রেকর্ড গড়ল ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *