নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট৷৷ নেশা সামগ্রী সহ দুই নেশা কারবারিকে হাতেনাতে ধরেছেন সাধারণ জনগণ৷ ঘটনাটি ঘটেছে মোহনপুর লক্ষ্মীছড়া বাঁধ এলাকায়৷ জানা গেছে, ওই এলাকায় দীর্ঘদিন ধরে নেশা সামগ্রী বিক্রি করে আসছিল মালতী সেন ও মীনাক্ষী সেন নামের দুই নেশা কারবারি৷ পুলিশের হাত থেকে দীর্ঘদিন ধরে তারা পালিয়ে বেড়াচ্ছিল৷
মঙ্গলবার সকালে এই দুই নেশা কারবারিকে হাতেনাতে ধরে ফেলেন এলাকার জনগণ৷ তারা এই দুজনের কাছ থেকে উদ্ধার করা হয় বেশ কিছু নেশার সামগ্রী৷ জানা গেছে, তারা শুধু স্থানীয়ভাবে নেশা বিক্রির সাথে জড়িত ছিল না, বহিঃরাজ্যেও নেশা সামগ্রী পাচার করত৷ কৈলাসহর মোহানপুর লক্ষ্মীছড়া বাঁধ এলাকায় মালতী সেন, মীনাক্ষী সেন নামে দুই নেশা কারবারি দৌলতে ওই এলাকায় বেশির ভাগ যুবক নেশায় আসক্ত হয়ে পড়েছে বলে অভিযোগ৷ যদিও পুলিশ এ সব ব্যাপারে জানত৷ অথচ এই দুই নেশা কারবারিকে গ্রেফতার করতে পারেনি বলে এলাকার জনগণের অভিযোগ৷ জানা গেছে, এলাকাবাসীরা এই দুই নেশা কারবারিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন৷

