মহিলাকে ধর্ষণ করতে গিয়ে জনতার হাতে ধৃত ব্যক্তি পুলিশ হেফাজতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ আগষ্ট৷৷ গ্রামের এক মহিলাকে ধর্ষণ করতে গিয়ে গ্রামবাসীর হাতে ধরা পরেছে এক ব্যক্তি। উত্তম মধ্যম দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। জানা গেছে, প্রথম অবস্থায় ধৃত ব্যক্তিকে গ্রামবাসীরা বেধড়ক মারধর করেন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। খবরে প্রকাশ, শনিবার রাত প্রায় পৌণে ১০টা নাগাদ কাতলামারার দিলীপ সাহা নামের ব্যক্তি এলাকার এক বাড়িতে ঢুকে বলপূর্বক জনৈক মহিলাকে সিধাই-এর মেখলিবন চা বাগানের দিকে নিয়ে যায়। শ্লীলতাহানি করা হয় মহিলাকে। কিন্তু সে সময় মহিলার চিৎকারে এলাকার আশপাশের মানুষ ছুটে আসে এবং হাতেনাতে ধরে ফেলেন দিলীপ সাহা নামের ওই ব্যক্তিকে। তারপর শুরু হয় উত্তম মধ্যম।
পরবর্তী সময় পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, প্রথমে মহিলাকে নানা কারণ দেখিয়ে ফুসলিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল অভিযুক্ত দিলীপ সাহা। কিন্তু এতে মহিলা রাজি হননি। তাই বলপূর্বক তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তী সময়ে চা শ্রমিকরা বাধা দেওয়ায় অভিযুক্ত তার কুমতলবে সফল হতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *