নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট : বুধবার রাতে সিধাই থানা এলাকার মনতলার প্রতিবেশীর এক বাড়ি থেকে অনুষ্ঠান শেষ করে বাড়ি ফিরছিলেন দুই মহিলা। এমন সময় কিছু দুষ্কৃতকারী ওই দুই মহিলাকে ধরে টেনে-হ্যাঁচড়ে গভীর জঙ্গলে নিয়ে যায়। তাদের নিয়ে যাওয়ার সময় দুই মহিলার চিৎকার শুনে এলাকাবাসী সঙ্গে-সঙ্গে খবর দেন সিধাই থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সিধাই থানার পুলিশ। বৃহস্পতিবার ভোরে উদ্ধার করা হয় দুই মহিলাকে। জানা গেছে, মহিলাদের বয়স ৪০ থেকে ৪৫-এর মধ্যে। অপহৃত মহিলাদের উদ্ধার করা সম্ভব হলেও দুষ্কৃতকারীদের ধরতে পারেনি পুলিশ। এলাকাবাসীরা থানায় গিয়ে অতিসত্বর অভিযুক্তদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন। যদিও পুলিশ অভিযুক্তদের ধরতে তল্লাশি চালিয়েছে বলে জানা গেছে।
2018-08-24