মুম্বই ও নয়াদিল্লি, ২২ আগস্ট (হি.স.): প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা গুরুদাস কামাত। বুধবার সকালে নয়াদিল্লির একটি প্রাইভেট হাসপাতালে জীবনাবসান হয়েছে তাঁর। মৃত্যুকালে বর্ষীয়ান কংগ্রেস নেতা গুরুদাস কামাত-এর বয়স হয়েছিল ৬৩ বছর। কেন্দ্রীয় মন্ত্রী ছাড়াও মুম্বই কংগ্রেস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব সামলেছিলেন গুরুদাস কামাত। পরিবার ও দলীয় সূত্রের খবর, শারীরিক অসুস্থাজনিত কারণে বুধবার সকালে দিল্লির একটি প্রাইভেট হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা গুরুদাস কামাত। জনপ্রিয় কংগ্রেস নেতা গুরুদাস কামাত-এর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী সহ শীর্ষ কংগ্রেস নেতৃত্ব। গুরুদাস কামাত-এর মৃত্যুর খবর পাওয়া মাত্রই হাসপাতালে যান সোনিয়া সহ বহু কংগ্রেস নেতৃত্ব।
উল্লেখ্য, ২০০৯ সালে মুম্বই উত্তর-পশ্চিম লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে সংসদ হয়েছিলেন কামাত। এছাড়াও ১৯৮৪, ১৯৯১, ১৯৯৮ এবং ২০০৪ সালে মুম্বই উত্তর-পশ্চিম লোকসভা কেন্দ্রের সংসদ ছিলেন গুরুদাস কামাত। ২০০৯-২০১১ সাল পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন কামাত। কিন্তু, ২০১১ সালে তিনি ইস্তফা দেন। এখানেই শেষ নয়, মুম্বই রিজিওনাল কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব সামলেছিলেন গুরুদাস কামাত। পেশায় আইনজীবী কামাত মুম্বইয়ের আর এ পোদার কলেজ থেকে কমার্সে স্নাতক হন। তিনি আইন নিয়ে পড়াশোনা করেন মুম্বইয়ের গভর্নমেন্ট আইন কলেজ থেকে।
2018-08-22