নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট ৷৷ ট্রাইবেল রিসার্চ এন্ড কালচারেল ইনস্টিটিউট-এর উদ্যোগে আজ প্রজ্ঞাভবনের ১নং হলে উপজাতি যুবক -যুবতীদের নিয়ে একদিনের মোটিভেশন কর্মশালা আয়োজিত হয়৷ উপজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া অনুষ্ঠানে প্রধান অতিতি হিসেবে উপস্থিত ছিলেন৷ তিনি বলেন, উপজাতি যুবক-যুবতীদের স্বনির্ভরতা ও তাদের ভালো কাজের সাথে যুক্ত করার বিষয়ে এই ধরণের সেমিনারের গুরুত্ব রয়েছে৷ তিনি বলেন, জ্ঞান বিকাশের জন্য ভাষা ও সংসৃকতির আদান-প্রদান অত্যন্ত জরুরি৷ যুবক-যুবতীদের ভালো মানুষ, সফল মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে স্বপ্ণ দেখতে হবে৷ ইচ্ছাশক্তি থাকতে হবে৷ তাহলেই সাফল্য আসবে৷ আর এই কাজে যুবক-যুবতীদের পাশে থাকবে রাজ্য সরকার৷ তিনি বলেন, রাজ্য সরকার যুবদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করছে৷ এই কাজে তিনি সমাজের সকল অংশের জনগণের সহযোগিতা কামনা করেন৷
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিজয় এল ধারুরকার, পি সি সি এফ ড অলিন্দ রস্তোগী, বি এস এফের জি হেমন্ত কুমার লোহিয়া, টি টি এ এ ডি সি-এর সি ই ও বলীন দেববর্মা, স্কিল ডেভেলপমেন্টের অধিকর্তা এস প্রভু, উপজাতি কল্যাণ দপ্তরের প্রধান সচিব এল এইচ ডার্লং, অতিরিক্ত সচিব সি কে জমাতিয়া উপস্থিত ছিলেন৷ কর্মশালাতে ৮টি জেলা থেকে ৩০০ জন যুবক-যুবতী অংশগ্রহণ করেন৷ সেমিনারের টেকনিক্যাল সেশনে শিক্ষা, লিডারশীপ ডেভেলপমেন্ট, কমিউনিকেশন এন্ড কনফিডেন্স বিল্ডিং কেরিয়ার ডেভেলপমেন্ট ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর রিসোর্স পার্সনরা আলোচনা করেন৷

