BRAKING NEWS

তাঙ্গধার সেক্টরে পাক হামলা, যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারত

শ্রীনগর, ১৬ আগস্ট (হি.স.): ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত বরাবর অবস্থিত ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালিয়ে পুনরায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তানি সেনাবাহিনী| সেনাবাহিনীর ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, বুধবার গভীর রাতে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায়, নিয়ন্ত্রণ রেখা বরাবর (এলওসি) তাঙ্গধার সেক্টরে এলোপাথাড়ি গুলিবর্ষণ করে পাকিস্তানি সেনাবাহিনী| বৃহস্পতিবার সকাল পাঁচটা পর্যন্ত চলে গুলিবর্ষণ| শত্রুপক্ষকে যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী|
প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, বুধবার গভীর রাতে কুপওয়ারা জেলার তাঙ্গধার সেক্টরে এলওসি বরাবর এলোপাথাড়ি গুলিবর্ষণ করে পাকিস্তানি সেনাবাহিনী| বৃহস্পতিবার সকাল পাঁচটা পর্যন্ত চলে গুলিবর্ষণ| শত্রুপক্ষকে যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী| পাক হামলায় ভারতীয় ভূখণ্ডে প্রাণহানি বা আহত হওয়ার কোনও খবর নেই|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *