চলে গেলেন সোমনাথ চট্টোপাধ্যায়, শোকজ্ঞাপন উপ-রাষ্ট্রপতি সহ বিশিষ্ট ব্যক্তিত্বের

নয়াদিল্লি, ১৩ আগস্ট (হি.স.): চলে গেলেন লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়| মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল

বেঙ্কাইয়া নাইডু

৮৯ বছর| সোমনাথ চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকের ছায়া রাজনৈতিক মহলে| বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বরা শোকজ্ঞাপন করেছেন সোমনাথ চট্টোপাধ্যায়ের জীবনাবসানে| শোকপ্রকাশ করেছেন উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু, লোকসভার বর্তমান স্পিকার সুমিত্রা মহাজন এবং প্রাক্তন উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারি| শোকবার্তায় উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু জানিয়েছেন, ‘লোকসভায় প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়ের প্রয়াণে দুঃখিত| তিনি একজন অসাধারণ সাংসদ ছিলেন, যিনি ১০ বার সাংসদ নির্বাচিত হয়েছিলেন|’

লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়ের প্রয়াণে দুঃখ প্রকাশ করেছেন লোকসভার বর্তমান স্পিকার সুমিত্রা মহাজনও| শোকবার্তায় সুমিত্রা মহাজন জানিয়েছেন, ‘সোমনাথ দা আমার বড় দাদার মতো ছিলেন| আমাদের মতাদর্শ ভিন্ন ছিল ঠিকই…একজন স্পিকার হিসেবে তাঁর মেয়াদ আমার কাছে নির্দেশিকার মতো|’ শোকজ্ঞাপন করেছেন প্রাক্তন উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারিও| শোকবার্তায় হামিদ আনসারি জানিয়েছেন, ‘তিনি একজন বিশিষ্ট সাংসদ ছিলেন….একজন স্পিকার যিনি চেয়ারের দীপ্তি যোগ করেছিলেন| সোমনাথের প্রয়াণে একজন বিশিষ্ট ব্যক্তিত্বকে আমরা হারালাম|’