মুম্বই, ১০ আগস্ট (হি.স.) : নতুন করে জামিনের আবেদন জানালেন শিনা বোরা হত্যাকান্ডের অন্যতম অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায়। শুক্রবার নতুন করে মুম্বইয়ের সিবিআই আদালতে জামিনের আবেদন জানান প্রাক্তন আইএনএক্স মিডিয়ার প্রধান। যদিও জামিনের আবেদন জানালেও এদিন মামলার শুনানি হয়নি। মনে করা হচ্ছে আগামী সপ্তাহে এই মামলার শুনানি হবে। প্রায় কয়েক বছর ধরেই জেলে রয়েছেন ইন্দ্রাণী। গত কয়েকমাস আগে জেলের মধ্যে অসুস্থ হয়ে পড়েন ইন্দ্রাণী। শুধু তাই নয়, একাধিকবার জামিনের জন্যে আবেদনও জানান তিনি। কিন্তু বারবার তা খারিজ করে দেয় আদালত। এদিন মুম্বইয়ের সিবিআই আদালতে নতুন করে জামিনের আবেদন জানান ইন্দ্রাণী।
2018-08-10