মিজোরামে ফিরে যেতে নারাজ রিয়াং শরণার্থীরা, বিডিও অফিস ঘেরাও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ আগষ্ট৷৷ মিজোরামের বাস্তুচ্যুত উত্তর জেলার ছয়টি শরণার্থী শিবিরে অবস্থানরত রিয়াংরা নিজভূমে ফিরে যেতে অনীহা প্রকাশ করছেন। ফলে তাদের স্বভূমে ফিরে যাওয়ার বিষয়টি আবারও অনিশ্চয়তা মাথাচাড়া দিয়ে উঠেছে।

মিজোরামে ফিরে যেতে নারাজ কাঞ্চনপুরে অবস্থানরত রিয়াং বাস্তুচ্যুতরা স্বর চড়া করতে শুরু করেছেন। এই দাবির ভিত্তিতে বুধবার সকাল থেকে কাঞ্চনপুরে রিয়াংরা আন্দোলনে শামিল হয়েছেন। প্রায় ১০ হাজার শিবিরবাসীর আচমকা আন্দোলনে উত্তপ্ত হয়ে ওঠে সমগ্র এলাকা।

মিজোরামের বাস্তুচ্যুত ত্রিপুরার শিবিরে অবস্থানরত রিয়াংরা মিছিল আজ মিছিল করে গিয়ে বিডিও-র সঙ্গে সাক্ষাত করে কথা বলেন। কিন্তু এর পর আচমকা আবার ঘেরাও শুরু হয়।

এদিকে আগামী ১৪ আগস্টকে টার্গেট করে তাদের স্বভূমে প্রত্যাবর্তনের জন্য প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়ে গেছে কাঞ্চনপুরে। জানা গেছে, আগামীকাল ৯ আগস্ট হবে ত্রিপাক্ষিক বৈঠক। এই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্মসচিব পর্যায়ের আধিকারিক-সহ ত্রিপুরা এবং মিজোরাম প্রশাসনের পদস্থ আধিকারিকদের উপস্থিত থাকার কথা।

অন্যদিকে কেন্দ্রীয় সরকার আগামী ১৪ আগস্ট তাদের ফিরে যাোয়ার দিন বেঁধে দিয়েছে। ১৪ আগস্ট দিবাভাগ থেকে শুরু করতে হবে প্রত্যাবর্তন প্রক্রিয়া। আপাতত তিনটি ধাপে এই প্রত্যাবর্তন প্রক্রিয়া শেষ করতে চাইছে প্রশাসন।

জানা গেছে, আগামীকালের বৈঠকে ১৪ আগস্ট প্রথম প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু করা যায় কিনা সে বিষয়ে আলোচনা হবে। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিঙের পৌরোহিত্যে দিল্লিতে প্রত্যাবর্তন চুক্তি সম্পাদনকালে সিদ্ধান্ত হয়, চলতি মাসেই গোটা প্রক্রিয়া শেষ করতে হবে। কারণ অক্টোবর মাস থেকে শিবিরগুলো বন্ধ করে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *