রায়গড়, ৬ আগস্ট (হি.স.): ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত সুকমা জেলায় মাওবাদী দমন অভিযানে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী| সুকমা জেলার কোন্টা এবং গোলাপল্লি থানার মধ্যবর্তী অঞ্চলে, নুলকাতুঙ্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে ১৫ জন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মাওবাদী)-র সদস্য| এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে ১৬টি আগ্নেয়াস্ত্র| নিহত ১৫ জন মাওবাদীর মধ্যে একজন এরিয়া কমিটি সদস্য (এসিএম), তার মাথার দাম ধার্য হয়েছিল ৫ লক্ষ টাকা| এছাড়াও একজন মহিলা সহ দু’জন মাওবাদীকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী|
ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (অ্যান্টি নকশাল অপারেশনস) সুন্দররাজ পি জানিয়েছেন, গোপন সূত্রে খবর পাওয়া যায় সুকমা জেলার কোন্টা এবং গোলাপল্লি থানার মধ্যবর্তী এলাকায় (রায়পুর থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে) একটি ক্যাম্পে লুকিয়ে রয়েছে ২০-২৫ জন মাওবাদী| গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোমবার সকালে ওই এলাকায় মাওবাদী দমন অভিযান চালায় ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড, সিআরপিএফ এবং স্পেশ্যাল টাস্ক ফোর্সের জওয়ানরা| সকাল সাতটা নাগাদ মুহুর্মূহ গুলি ছুটে আসছিল জঙ্গলের ভিতর থেকে| তত্পরতার সঙ্গে যোগ্য জবাব ফিরিয়ে দেয় নিরাপত্তা বাহিনী| মাওবাদী নিকেশ অভিযানে খতম হয়েছে ১৫ জন মাওবাদী| এছাড়াও একজন মহিলা সহ দু’জন মাওবাদীকে গ্রেফতার করা হয়েছে| এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে ১৬টি বন্দুক| স্পেশ্যাল ডিজি ডি এম অবস্থি জানিয়েছেন, নিহত ১৪ জন মাওবাদীর মধ্যে একজন এরিয়া কমিটি সদস্য (এসিএম), তার মাথার দাম ধার্য হয়েছিল ৫ লক্ষ টাকা| শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও মাওবাদী নিকেশ অভিযান চলছে|
মাওবাদী দমন অভিযানে নিরাপত্তা বাহিনীর বড়সড় সাফল্যে উচ্ছ্বসিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এবং ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং| স্বরাষ্ট্রমন্ত্রী ও মুখ্যমন্ত্রী অভিনন্দন জানিয়েছেন স্পেশ্যাল ডিজি ডিএম অবস্থি, আইজিপি (বস্তার) শ্রী বিবেকানন্দ, সুকমা-র এসপি অভিষেক মীনা এবং টিম, ডিআইজি সুন্দররাজ, এসপি এসআইবি রবিশঙ্কর এবং দেবনাথ ও টিমকে|