
নিছক দুর্ঘটনা নাকি খুন তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে পুলিশের কাছে জানানো হয়েছে কুমারস্বামীর দুইটি বিয়ে করেছিলেন। প্রথম পক্ষের স্ত্রীয়ের সঙ্গে তার ঝগড়া হওয়ার ফলে দ্বিতীয় পক্ষের বৌয়ের সঙ্গে থাকতেন কুমারস্বামী। তার প্রথম পক্ষের ছেলে রবিবার গভীর রাতে এসে পেট্রোল ঢেলে বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। কিন্তু প্রাথমিক তদন্তের পর সোমবার পুলিশের তরফ থেকে জানানো হয়েছে গ্যাস সিলিন্ডার ফেটেই বিস্ফোরণ হয়েছে। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় বিধায়ক চাল্লা ধর্মা রেড্ডি ঘটনাস্থলে এসে মৃতদেহ পরিবারবর্গের হাতে সৎকারের জন্য ১০,০০০ টাকা তুলে দেয়। পুলিশকে গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে।