সরকারের ডেইলি ওয়ার্কারদের নিয়মিতকরণে পূর্বের একাধিক সিদ্ধান্ত বাতিল করা হয়েছে ঃ অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগষ্ট৷৷ ডি আর ডব্লিউ, কন্টিজেন্ট, ক্যাজুয়াল এবং পার্ট টাইম ওয়ার্কারদের নিয়মিতকরণে আপাতত কোন সিদ্ধান্ত নেয়নি রাজ্য সরকার৷ বরং, তাঁদের নিয়মিতকরণের ক্ষেত্রে শর্তাবলি সম্পর্কে পূর্বতন সরকারের গৃহীত একাধিক সিদ্ধান্ত বাতিল করা হয়েছে৷ চাকুরীতে স্বচ্ছতা আনার জন্যই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী তথা উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা৷ তাঁর কথায়, পূর্বতন সরকার অর্থ দপ্তর কিংবা মন্ত্রিসভার অনুমোদন ছাড়াই তাঁদের নিযুক্তি দিয়েছে৷ এমনকি, তাঁদের নিয়মিতকরণের শর্তাবলি নিয়েও নিময়নীতির তোয়াক্কা করেনি পূবর্তন সরকার৷ তাই পূর্বের সিদ্ধান্তগুলি বাতিল করা ছাড়া অন্য কোন উপায় ছিল না, বলেন অর্থমন্ত্রী৷

সম্প্রতি অর্থ দপ্তরের আন্ডার সেক্রেটারি এক মেমো ইস্যু করে জানান ডিআরডব্লিউ, কন্টিজেন্ট, ক্যাজুয়াল এবং পার্ট-টাইম ওয়ার্কারদের নিয়মিতকরণ সংক্রান্ত পূর্বে বিভিন্ন সময়ে গৃহীত ৬টি সিদ্ধান্ত বাতিল করা হয়েছে৷ এবিষয়ে অর্থমন্ত্রীর বক্তব্য, অর্থদপ্তর এমনকি মন্ত্রিসভার অনুমোদন ছাড়াই পূর্বতন সরকার তাঁদের নিযুক্তি দিয়েছে৷ শুধু তাই নয়, তাঁদের নিয়মিতকরণে বিভিন্ন সময়ে সিদ্ধান্ত বদল করা হয়েছে৷ ফলে, বর্তমান সরকারের নিয়োগ নীতি অনুসারে তাঁদের নিয়মিতকরণের ক্ষেত্রে পূর্বের গৃহীত সিদ্ধান্তগুলি বাতিল করা ছাড়া কোন উপায় ছিল না৷

তাঁর কথায়, ডিআরডব্লিউ, কন্টিজেন্ট, ক্যাজুয়াল এবং পাট-টাইম ওয়ার্কারদের নিয়মিতকরণে কোন সিদ্ধান্ত এখন নেয়নি রাজ্য সরকার৷ কারণ, নতুন নিয়োগ পদ্ধতি অনুসারে কেবলমাত্র পরীক্ষার মাধ্যমেই চাকুরীতে নিযুক্তি দেওয়া যাবে৷ ফলে, তাঁদের নিয়মিতকরণের ক্ষেত্রে রাজ্য সরকারকে চিন্তাভাবনার প্রয়োজন রয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *