ওয়ার্কিং কমিটির বৈঠকে নির্বাচনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, রাজ্যে রাজ্যে মহাজোট গঠনে কংগ্রেস উদ্যোগ নেবে, প্রধানমন্ত্রী কে ভোটের পরই স্থির হবে

নয়াদিল্লী, ৪ আগষ্ট৷৷ আসন্ন লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীকে পরাস্ত করতে উত্তরপ্রদেশ, বিহার ও মহারাষ্ট্র সহ রাজ্যে রাজ্যে বিরোধী জোট গঠনে উদ্যোগ নেবে কংগ্রেস৷ সেই সাথে জোটের প্রধানমন্ত্রী কে হবেন তা চূড়ান্ত করা হবে নির্বাচনের পরই৷ শনিবার নয়াদিল্লীতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকের পর সাংবাদিকদের একথা জানিয়েছেন দলের নেতৃত্বরা৷ দলের তরফে আরও জানানো হয়েছে, বিরোধী শিবিরের প্রথম লক্ষ্যই হল সমমনোভাবাপন্ন দলগুলিকে একজোট করা৷ রাহুল গান্ধী সেই কাজটিই করছেন৷ তারপর ভোটের ফল কী হয়, দেখে নিয়ে প্রধানমন্ত্রী ঠিক করা হবে৷ এখন সেই কাজ করতে গেলে বিভাজন হতে পারে৷

আর্থিক জালিয়াতি কান্ডে অভিযুক্ত মেহুল চোকসি এবং নীরব মোদী প্রসঙ্গ তুলে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের নিন্দায় মুখর হলেন কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়াল৷ জালিয়াতদের সহায়তা করাই এই সরকারের কাজ হয়ে দাঁড়িয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানান তিনি৷ তিনি বলেন, জালিয়াতদের সহায়তা করাটা মোদী সরকারের স্লোগান হয়ে দাঁড়িয়েছে৷ অ্যান্টিগাঁর নাগরিকত্ব পাওয়ার জন্য চোকসিকে সহায়তা করে ভারতের বিদেশ মন্ত্রক৷ এমনকি সেবিও তাকে ক্লিনচিট দেয়৷ এর জন্য বৃহদ গণ আন্দোলনের পরিকল্পনা নিয়েছে কংগ্রেস৷

রণদীপ সুরজেওয়ালা আরও জানিয়েছেন, এনআরসি, দুর্নীতি, ব্যাঙ্ক জালিয়াতি, বেকারত্ব, কৃষকদের দুর্দশা সহ একাধিক ইস্যুতে এদিন ওয়ার্কিং কমিটিতে বৈঠক হয়৷ এনআরসি প্রসঙ্গে রণদীপ সুরজেওয়ালা জানিয়েছেন, ৪০ লক্ষ মানুষকে নিজেদের নাগরিকত্ব প্রমাণের জন্য সুযোগ দেওয়া উচিত৷ এদিন কংগ্রেস নেতা অশোক গেহলট জানিযেছে, আসন্ন চার রাজ্যের বিধানসভা নির্বাচন নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে৷ উল্লেখ্য, এই চার রাজ্য হল মিজোরাম, ছত্তিশগড়, রাজস্থান এবং মধ্যপ্রদেশ৷

প্রসঙ্গত, শনিবার সকালে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকের আয়োজন করা হয়৷ দলের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী শারীরিক অসুস্থতার কারণে তিনি এই বৈঠকে ছিলেন না৷ এদিনের দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, রাজ্যসভার সাংসদ গুলাম নবি আজাদ, বর্ষীয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে, দলের সাধারণ সম্পাদক অশোক গেহলট সহ অন্যান্যরা৷ উত্তরপূর্বের বিশিষ্ট কংগ্রেস নেতা ও নেত্রী যারা ওয়ার্কিং কমিটির সদস্য তাদের মধ্যে উপস্থিত ছিলেন তরুণ গগৈ, রিপান ভোরা, গৌরব গগৈ, সুস্মিতা দেব এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন৷ কংগ্রেসের এই নতুন ওয়ার্কিং কমিটি এনিয়ে দ্বিতীয় বার বৈঠকে বসল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *