মাদুরাই, ৫ আগস্ট (হি.স.): তামিলনাড়ুর মাদুরাইয়ে একসঙ্গে ৪৩টি ময়ূরের মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন বন দফতর। উদ্বেগ প্রকাশ করেছেন পশু প্রেমীরা। একসঙ্গে ৪৩টি ময়ূরের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে বন দফতর। রবিবার মাদুরাই ওয়াইল্ডলাইফ রেঞ্জ-এর অফিসের এস আরুমুগাম জানিয়েছেন, সম্ভবত বিষ মেশানো ধানশস্য খেয়েই মৃত্যু হয়েছে ৪৩টি ময়ূরের। ময়নাতদন্তের রিপোর্ট আমাদের হাতে এসেছে। তদন্ত শুরু হয়েছে।
শনিবার সকালে মাদুরাইয়ের কোদিকুল্লাম এলাকায় ক্ষেতের উপর সার দিয়ে পড়ে থাকে ৪৩টি মেয়রের দেহ। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে বিষ মেশানো ধানশস্য খেয়েই মৃত্যু হয়েছে ৪৩টি ময়ূরের। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় গ্রামবাসীরা। উদ্বিগ্ন পশু প্রেমীরাও। দোষীদের করা শাস্তির দাবি জানানো হয়েছে।