BRAKING NEWS

শিক্ষা সহ পাঁচটি বিষয়ে গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার ঃ শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট৷৷ শান্তিরবাজার সরকারী মহাবিদ্যালয়ে আজ নবীন বরণ উৎসব অনুষ্ঠিত হয়৷ শিক্ষামন্ত্রী রতনলাল নাথ

শনিবার সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন রতন নাথ৷ ছবি নিজস্ব৷

প্রদীপ প্রজ্বলন করে এই নবীন বরণ উৎসবের উদ্বোধন করেন৷ উদ্বোধকের ভাষণে তিনি বলেন, সরকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিকাঠামো উন্নয়ন ও দক্ষতা উন্নয়ন এই পাঁচটি বিষয়কে গুরুত্ব দিচ্ছে৷ এরমধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিক্ষা৷ সেজন্য বাজেটে সরকার এবার ৫২৮ কোটি টাকার বেশি বরাদ্দ রেখেছে৷ তিনি বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে সবার সার্বিক বিকাশ, যাতে করে রাজ্যের যুবক-যুবতীরা জাতীয় স্তরের প্রতিযোগিতায় সাফল্য পায়৷ শিক্ষামন্ত্রী জানান, রাজ্যে এন আই টি-তে ৩০ জন ছাত্র-ছাত্রী নিয়ে ট্রিপল আই টি কলেজ এ বছর থেকে পথ চলা শুরু করছে৷ বোধজংনগরে ৪৮ একর জমি নিয়ে এই ট্রিপল আই টি কলেজের নির্মাণ কাজ শুরু হবে৷ এছাড়া, মেয়দের স্ব-নির্ভর করে তোলার ক্ষেত্রে এন ই কিউ ই পি প্রকল্পে ১ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে হাপানিয়া ও ধলাই মহিলা পলিকেটনিক কলেজকে উন্নতিকরণ করা হবে৷ তিনি বলেন, চিফ মিনিস্টার বি এড অনুপ্রেরণা যোজনায় সরকার ৫ হজারা ছেলে-মেয়েকে ব্যাংক লোনের মাধ্যমে বি এড করার সুযোগ দেবে, যেখানে সরকার ৪ বছর ধরে ব্যাংকের সুদ বহন করবে৷ এ বছর এক সহস্রাধিক এস সি, এস টি, মাইনরিটি এবং ওবিসি অংশের ছাত্র-ছাত্রীকে ডিএলএড ও বিএড কোর্স পড়ার জন্য কলকাতায় পাঠানো হচ্ছে৷ কাকড়াবন, কদমতলা, পানিসাগর, পুরাতন আগরতলা, জিরানীয়া ও সালেমায় নতুন ডিগ্রী কলেজ গড়ে তোলা হবে৷ এছাড়া, বিলোনীয়া, ধর্মনগর ও আগরতলায় ৪টি বিএড কলেজ গড়ে তোলা হবে৷ অন্যদিকে, রাষ্ট্রীয় উচ্চশিক্ষা অভিযান প্রকল্পে ৯টি ডিগ্রী কলেজকে ২ কোটি টাকা করে পরিকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ দেওয়া হবে৷ শান্তিরবাজার, গন্ডাছড়া কাঞ্চনপুর মহকুমায় নতুন ৩টি আই টি আই স্থাপন করা হবে৷
শিক্ষামন্ত্রী শ্রীনাথ আরও বলেন, মুখ্যমন্ত্রী অনুপ্রেরণা যোজনায় শিক্ষা ক্ষেত্রে উৎসাহ প্রদানের লক্ষ্যে রাজ্যের সর্বোচ্চ নম্বরপ্রাপক ৫ জন, এসসি, এসটি, ওবিসি এবং সংখ্যালঘু অংশের সর্বোচ্চ নম্বর প্রাপক ৫ জন ছাত্র-ছাত্রীকে এবং বিষয় ভিত্তিক এক জনকে বিশেষ পুরস্কার দেওয়ার জন্য সরকার চিন্তা-ভাবনা করছে৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, শংকর রায়, প্রাক্তন বিধায়ক অমল মল্লিক, বকাফা বিএসি’র চেয়ারম্যান গৌরী শংকর রিয়াং, সমাজসেবী গৌতম সরকার প্রমুখ৷ স্বাগত ভাষণ দেন মহাবিদ্যালয়ের টিচার কাউন্সিলের সেক্রেটারী প্রদীপ দেববর্মা৷ ধন্যবাদসূচক বক্তব্য রাখেন মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড হারাধন সাহা৷ উল্লেখ্য, এ বছর শান্তিরবাজার সরকারী মহাবিদ্যালয়ের মোট ২১৬ জন ছাত্র-ছাত্রী ভর্তি হয়েছে৷ মহাবিদ্যালয়ে বর্তমানে মোট ৫৪১ জন ছাত্র-ছাত্রী রয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *