এনআরসি : মমতা-পার্থর অভিযোগের জবাব বিজেপির

কলকাতা, ৩ আগস্ট (হি. স.): শিলচরে তৃণমূল কংগ্রেসের নেতা-সাংসদদের বিমানবন্দরে হেনস্থা করার অভিযোগে সংসদে বিক্ষোভ-প্রতিবাদ ও প্রিভিলেজ মোশনের দাবির প্রতিক্রিয়া জানাল রাজ্য বিজেপি|

শিলচরের ঘটনার প্রতিবাদে শুক্রবার লোকসভায় স্লোগান দিতে শুরু করেন তৃণমূল সাংসদরা। জিরো আওয়ারে অধ্যক্ষ সুমিত্রা মহাজনের কাজ চালিয়ে যাওয়ার মাঝেই বিক্ষোভ চলে। এছাড়া রাজ্যসভায় তৃণমূল প্রিভিলেজ মোশন নোটিশ দেয়। এর কয়েক ঘন্টার মধ্যে বিজেপি-র সম্পাদক সায়ন্তন বসু সাংবাদিকদের বলেন, “আসানসোলে এত কান্ড ঘটে গিয়েছিল| স্থানীয় সংসদ বাবুল সুপ্রিয়কে রাজ্য সরকার সেখানে ঢুকতে দেয়নি| আমরা যদি সেটা নিয়ে প্রিভিলেজ মোশন নোটিশ দিই?\”সায়ন্তন বসু বলেন, “অসমে একটা ইটও পরেনি| অথচ, এখানে দাঙ্গা দেখতে রাজ্যপালকে পর্যন্ত যাওয়ার অনুমতি দেওয়া হয়নি| তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এ দিন সাংবাদিকদের জানান, ”সত্য উদঘাটনে বাধা দিচ্ছে বিজেপি। নাগরিকদের যে কোনও জায়গায় থাকার কিম্বা যাওয়ার অধিকার রয়েছে। কিন্তু সংবিধানকে লঙ্ঘন করে ওরা জনপ্রতিনিধিদের ওপর আক্রোশ দেখাচ্ছে। সত্য না জানতে দেওয়ার জন্যই এসব করছে বিজেপি।”

এর প্রতিক্রিয়া জানাতে গিয়ে সায়ন্তন বসু সাংবাদিকদের বলেন, “কালিয়াচকে সাংসদসুরিন্দর সিং আলুয়ালিয়ার নেতৃত্বে প্রতিনিধিদল গিয়েছিল| তাঁদের জোর করে ওই ট্রেনেই ফিরিয়ে দেওয়া হয়| বসিরহাটে আমাদের সম্মানীয় প্রতিনিধিদের কেবল বাধা দেওয়া নয়, আটকে রাখা হয়েছিল এয়ারপোর্র্ট হোটেলে | কলকাতাতেও আমাদের নেতা-নেত্রীদের মিছিল আটকে নিয়ে যাওয়া হয়েছিল লালবাজার লক আপে | শিলচরে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের জন্য় সরকার অতিথিশালার ব্যবস্থা করেছিল| ওঁরা সেখানে না গিয়ে বিমানবন্দরেই জোর করে থাকলেন |”