এনআরসি ও শিলচরের ঘটনার প্রতিবাদে আগামী দু’দিন রাজ্যে কালাদিবস পালন করবে তৃণমূল

কলকাতা, ৩ আগস্ট (হি.স.): আগামীকাল শনিবার এবং রবিবার, ২ দিলান রাজ্য জুড়ে কালাদিবস পালন করবে তৃণমূল কংগ্রেস । রাজ্যের প্রতিটি ব্লকে কালাদিবস পালন করা হবে । শুক্রবার তিলজর তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে একথা জানান, তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । পার্থবাবু বলেন, ‘জেলায়, জেলায়, ব্লকে, ব্লকে তৃণমূল কর্মীরা আগামী ২ দিন কালাদিবস পালন করবে । স্লোগান তোলা হবে দানবিক সরকার আর নেই দরকার’।

এদিন পার্থ চট্টোপাধ্যায় জানান, একদিকে, অসমে নাগরিক পঞ্জি থেকে ৪০ লাখ বাঙালির নাম বাদ, অন্যদিকে শিলচর বিমানবন্দরে অসম পুলিশের হাতে তৃণমূল জনপ্রতিনিধিদের নিগ্রহ, এই দুয়ের প্রতিবাদেই কালাদিবস পালন করবে তৃণমূল কংগ্রেস । আজকের সাংবাদিক বৈঠকে বিজেপি বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন পার্থ চট্টোপাধ্যায় । রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্যই অসমের বিজেপি সরকার একাজ করেছে বলে তোপ দাগেন তিনি । বলেন, শুধু বাঙালি নয় । অসমিয়া, বিহারের হিন্দিভাষী লোকদের নামও নাগরিকপঞ্জি থেকে বাদ দেওয়া হয়েছে । বাদ দেওয়া হয়েছে সাড়ে ১২ লাখ হিন্দুকে । শিখ সম্প্রদায়ের মানুষ, সংখ্যালঘুদেরও নাগরিকপঞ্জি থেকে ছেঁটে ফেলা হয়েছে । তিনি বলেন, অসমের ঘটনা অত্যন্ত নিন্দনীয় । সংবিধানে নাগরিকদের যে অধিকার আছে তা লঙ্ঘিত হচ্ছে। মানবিক দিক থেকে কোনও কিছু দেখা হচ্ছে না । অমর্যাদাকর কাজ করেছে । সেই কাজ যদি কেউ দেখতে যায় তাহলে জনপ্রতিনিধিদের উপর এরা আক্রোশ দেখাচ্ছে । তাদের থেকে বিচ্ছিন্ন রাখা ও সত্য না জানতে দেওয়ার চেষ্টা করছে । এর প্রতিবাদে আমাদের কালাদিবস ।

সোমবারই অসমে প্রকাশিত হয়েছে জাতীয় নাগরিকপঞ্জির খসড়া । প্রায় ৩ কোটির বেশি মানুষ নাগরিকপঞ্জিতে নাম তোলার জন্য আবেদন করেছিলেন । কিন্তু নাম বাদ পরেছে ৪০ লক্ষ মানুষের । সেই ঘটনাকে কেন্দ্র করেই ফের মাথাচাড়া দিয়ে উঠেছে বিতর্ক। ছড়িয়েছে আতঙ্ক । এই পরিস্থিতিতে চলছে এরাজ্যের শাসকদল ও বিরোধীদের দোষারোপ পাল্টা দোষারোপের পালা ।

এরমধ্যেই বৃহস্পতিবার সাংসদ,বিধায়ক ও মন্ত্রী সহ তৃণমূল কংগ্রেসের ৮ সদস্যের প্রতিনিধি দল অসমে যায় । কিন্তু, শিলচর বিমানবন্দরে নামা মাত্র আটক করা হয় তৃণমূল প্রতিনিধি দলের সদস্যদের । প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় পুলিশের । অভিযোগ, তৃণমূল সাসংদ অর্পিতা ঘোষ ও মমতা বালা ঠাকুর এবং বিধায়ক মহুয়া মৈত্রকে হেনস্থা করে অসম পুলিশ । নাগরিকপঞ্জিতে নাম না থাকা মানুষের সঙ্গে দেখা না করেই বাধ্য হয়ে আজ শুক্রবার রাজ্যে ফিরে আসে প্রতিনিধি দল । পার্থ চট্টোপাধ্যায় এদিন অভিযোগ করেন, অসম পুলিশের হাতে নিগৃহীত হয়েছেন তৃণমূল জনপ্রতিনিধি দলের সদস্যরা । তাঁদের চূড়ান্ত হেনস্থা করা হয়েছে। যারপরনাই লাঞ্ছিত তাঁরা ।

এনআরসি কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার সবথেকে কম ডকুমেন্ট ভেরিফিকেশন করে পাঠিয়েছে । তাই, বহু মানুষের নাম এনআরসির চূড়ান্ত তালিকায় আসেনি । এ প্রসঙ্গে পার্থবাবু বলেন, ‘কারোর বিরুদ্ধে যখন প্রতিবাদ হয় তখন কেউ কেউ পুরোনো দিনের ছবি দেখায় । দুটো ঘটনাকে একত্রিত করে লাভ নেই’। তিনি আরও বলেন, ‘ওরা যতই ধমকে-চমকে ভয় দেখাক, এসব বাংলার মানুষ মেনে নেবে না । আমরা মানুষের পাশে আছি, ছিলাম, থাকব’।

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গেও এনআরসির দাবিতে পথে নামে বিজেপি । হাজরা মোড়ে পথ অবরোধ করা হয় । সেই প্রসঙ্গে এদিন পার্থ চট্টোপাধ্যায়ের হুঁশিয়ারি, ‘আজ যাঁরা বাংলা এনআরসি এনআরসি করে লাফাচ্ছেন, একদিন তাঁদের এই আচরণের জন্য ঢোঁক গিলতে হবে’।