শ্রীনগর, ৩ আগস্ট (হি.স.): উত্তর কাশ্মীরের কুপওয়ারার পর এবার বারামুল্লা জেলা| কাশ্মীর উপত্যকায় জঙ্গি নিকেশ
অভিযানে পুনরায় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী| জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোরে টাউনশিপে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে দু’জন সন্ত্রাসবাদী| নিহত সন্ত্রাসবাদীরা কোন জঙ্গি সংগঠনের, তা অবশ্য এখনও পর্যন্ত জানা যায়নি| শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও জঙ্গি নিকেশ অভিযান চলছে| এসএসপি (সোপোরে) জাভিদ ইকবাল জানিয়েছেন, গোপন সূত্রে খবর পাওয়া যায় বারামুল্লা জেলার সোপোবের, দ্রুসু গ্রামে অবস্থিত একটি বাড়িতে লুকিয়ে রয়েছে দু’জন সন্ত্রাসবাদী| গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার ভোরে ওই এলাকায় তল্লাশি অভিযান চালায় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি)|
তল্লাশি অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় সন্ত্রাসবাদীরা| কালবিলম্ব না করে নিরাপত্তা বাহিনীও যোগ্য জবাব ফিরিয়ে দেয়, দীর্ঘক্ষণ গুলির লড়াইয়ে খতম হয়েছে দু’জন সন্ত্রাসবাদী| নিহত জঙ্গিরা কোন সন্ত্রাসবাদী সংগঠনের তা এখনও পর্যন্ত জানা যায়নি| শেষ পাওয়া খবর অনুযায়ী, গোটা এলাকা ঘিরে চিরুনি তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী| জঙ্গি নিকেশ অভিযানের কারণে সোপোরে এলাকায় আপাতত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে|

