পাঁচ লক্ষ টাকার জাল নোট উদ্ধার, গ্রেফতার পাচারকারী

বহরমপুর, ৩ অাগস্ট (হি.স.) : ফের জাল নোট উদ্ধার হল মুর্শিদাবাদে৷ শুক্রবার সামসেরগঞ্জ থেকে পাঁচ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করল পুলিশ৷ এই ঘটনায় পুলিশ জাল নোট সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার সামসেরগঞ্জ থানার পুলিশ ধুলিয়ান ফেরি ঘাটে অভিযান চালায়৷ সেখান থেকেই পাঁচ লক্ষ টাকার জাল নোট সহ গ্রেফতার করা হয় সাহাজাহান শেখ নামে এক ব্যক্তিকে৷ পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া জাল নোটগুলি প্রত্যেকটি দু হাজার টাকা মূল্যের৷

তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান, ধৃত যুবক জাল নোট গুলি পাচার করার উদ্দেশ্যে ঝাড়খন্ড নিয়ে যাচ্ছিল। শনিবার ধৃতকে আদালতে পেশ করবে পুলিশ৷ জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের তরফে ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে আদালতের কাছে৷