নয়াদিল্লি, ৩১ জুলাই (হি.স.) : দেশের প্রথম প্রস্তাবিত বুলেট ট্রেনে পুরুষ এবং মহিলাদের জন্য পৃথক শৌচাগার রাখার পরিকল্পনা করছে ভারতীয় রেল।
জানা গিয়েছে, জাতীয় উচ্চগতি রেল নিগম বুলেট ট্রেনের যে চূড়ান্ত নকশা তৈরি করেছে, তাতে এই প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে, দেশের কোনও ট্রেনেই মহিলা ও পুরুষদের জন্য পৃথক শৌচাগারের ব্যবস্থা নেই। নকশা অনুযায়ী, বুলেট ট্রেনে পৃথক শৌচাগার ছাড়াও পোশাক বদল বা স্তন্যপানের জন্য বিশেষ ঘর থাকবে। অপরদিকে, অসুস্থ যাত্রীদের জন্যও থাকবে বিশেষ ব্যবস্থা। প্রতিটি ট্রেনে বিজনেস শ্রেণিতে ৫৫টি এবং সাধারণ শ্রেণিতে ৬৯৫টি আসন থাকবে। আগামী ২০২৩ সাল থেকে এই বুলেট ট্রেন যাত্রা শুরু করবে বলে আশাবাদী রেলমন্ত্রক।