BRAKING NEWS

হাসপাতালের বাইরে করুণানিধির সমর্থকদের ভিড়, বর্ষীয়ান নেতার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

চেন্নাই, ২৮ জুলাই (হি.স.): তামিল রাজনীতির জগতের বর্ষীয়ান নেতা করুণানিধি শারীরিক অসুস্থতার জেরে এখন হাসপাতালে ভর্তি। এই সংবাদ পেয়েই দলীয় সমর্থকরা জড় হতে শুরু করেছেন চেন্নাইয়ের কাবেরি হাসপাতালের সামনে৷ পরিস্থিতি এমন হয়েছে যে হাসপাতালের সামনে বিশাল পুলিশিবাহিনী মোতায়েন করা হল৷ আগেই প্রশাসনের আশঙ্কা ছিল আবেগতাড়িত ডিএমকে সমর্থকরা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে পারেন৷ সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে পুলিশ। যদিও চিকিৎসকেরা জানিয়েছেন এখনও একটু ভালো আছেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ডিএমকে সুপ্রিমো এম করুণানিধি| হাসপাতালে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়৷ সকাল থেকেই সমর্থকদের ভিড় বাড়তে শুরু করে৷ অনেকে প্রিয় নেতার ছবি নিয়ে কান্নায় ভেঙে পড়েছেন। ‘দীর্ঘজীবী হন কলাইগনার’ এই স্লোগান দিয়ে হাসপাতালের সামনে চিৎকার করতে থাকে সমর্থকেরা।

প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের খবর নিয়ে তার আরোগ্য কামনা করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তামিলনাডুর বর্তমান মুখ্যমন্ত্রী পালানিস্বামী। সিপিএম নেতা ইয়েচুরিও খোঁজ নিয়েছেন।

পরে শুভাকাঙ্খীদের আশ্বস্ত করলেন ডিএমকে নেত্রী তথা করুণানিধি কন্যা কানিমোঝি| রক্তচাপ কমে যাওয়া সংক্রান্ত যে সমস্যা ছিল, তাও ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে, জানালেন কানিমোঝি| শারীরিক অসুস্থতা জনিত কারণে বিগত বেশ কয়েকদিন ধরে চেন্নাইয়ের বাসভবনেই চিকিত্সা চলছিল ডিএমকে সুপ্রিমো এম করুণানিধির| কিন্তু, শুক্রবার গভীর রাতে পুনরায় অসুস্থ হয়ে পড়েন তিনি| রক্তচাপ কমে যাওয়ায় শুক্রবার গভীর রাতে চেন্নাইয়ের বাসভবন থেকে তড়িঘড়ি কাবেরী হাসপাতালে ভর্তি করা হয় ৯৪ বছর বয়সি এম করুণানিধিকে| আপাতত কাবেরী হাসপাতালের আইসিইউ-তে চিকিত্সাধীন রয়েছেন ডিএমকে সুপ্রিমো| করুণানিধির শারীরিক অবস্থা নিয়ে যথেষ্টা উত্কণ্ঠায় রয়েছেন তাঁর শুভাকাঙ্খীরা|

শনিবার সকাল থেকেই কাবেরী হাসপাতালের বাইরে ভিড় জমে গিয়েছে ডিএমকে কর্মী-সমর্থকদের| কাবেরী হাসপাতালে উপস্থিত রয়েছেন করুণানিধির পুত্র তথা ডিএমকে-র কার্যকরী সভাপতি এম কে স্ট্যালিন এবং কানিমোঝি| সাত সকালে হাসপাতালে এসে করুণানিধির শারীরিক অবস্থার খোঁজখবর নেন তামিলনাড়ুর রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিত| পরে কাবেরী হাসপাতালে আসেন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ|
শুক্রবারই করুণানিধির পুত্র তথা ডিএমকে-র কার্যনির্বাহী প্রধান এম কে স্ট্যালিন বলেছিলেন, ডিএমকে সভাপতি এম করুণানিধির শারীরিক অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে| জ্বরের সঙ্গে সংক্রমণও খানিকটা কমছে| এম কে স্ট্যালিনের এই বার্তার বেশ কয়েকঘন্টা পরে, গভীর রাতেই চেন্নাইয়ের বাসভবনে আচমকা অসুস্থ হয়ে পড়েন ডিএমকে সুপ্রিমো| কালবিলম্ব না করে তড়িঘড়ি কাবেরী হাসপাতালে ভর্তি করা হয় ডিএমকে সুপ্রিমোকে| আপাতত কাবেরী হাসপাতালের আইসিইউ-তে চিকিত্সাধীন রয়েছেন ৯৪ বছর বয়সি এম করুণানিধি| কাবেরী হাসপাতাল সূত্রের খবর, গভীর রাত ১.৩০ মিনিট নাগাদ হাসপাতালে ভর্তি করা হয় ডিএমকে সুপ্রিমো এম করুণানিধিকে| রক্তচাপ কমে যাওয়ায় কাবেরী হাসপাতালে ভর্তি করা হয় করুণানিধিকে| করুণানিধি এই মুহূর্তে কেমন আছেন, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত বিশদে কিছুই জানানো হয়নি| তবে, কানিমোঝি জানিয়েছেন, ডিএমকে সুপ্রিমো এখন একটু ভালো আছেন| হিন্দুস্থান সমাচার/শুভঙ্কর/রাকেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *