রাজ্যে চালু হচ্ছে অনলাইন অটো ও টেক্সি পরিষেবা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই৷৷ অনলাইন অটো এবং টেক্সি পরিষেবা শীঘ্রই রাজ্যে চালু হতে চলেছে৷ দেশের বড় বড় শহরে এই পরিষেবা চালু রয়েছে৷ আগষ্টে রাজ্যেও তা চালু করা হচ্ছে বলে জানিয়েছেন পরিবহণমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়৷ শুক্রবার মহাকরণে সাংবাদিকদের সাথে কথা বলার সময় পরিবহণমন্ত্রী জানিয়েছে, ‘গোগনো’ নামে এই পরিষেবা চালু করা হবে৷ এই পরিষেবা আগামী ১৫ আগষ্ট স্বাধীনতা দিবসে চালু করার সিদ্ধান্ত নিয়েছে৷ এই ব্যাপারে যাবতীয় প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে৷ এই পরিষেবা চালু হলে রাজ্যে কর্মসংস্থানের ব্যবস্থা যেমন হবে তেমনি যাত্রী সাধারণেরও অনেকটা সুবিধা হবে৷
রাজ্য প্রশাসন ও রাজ্য পরিবহন দপ্তরের আদেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বিগত দিনের মতই এক শ্রেণীর যাত্রীবাহী যা চালকরা নিজের মতে করেই অটো চালাচ্ছে৷
কিছুদিন আগে সরকারি নির্দেশিকায় যাত্রীবাহী যানবাহনের ভাড়া বৃদ্ধির ঘোষণা কড়া হয়েছে৷ কিন্তু এই ভাড়া বৃদ্ধি করা সত্ত্বেও আরও অধিক ভাড়া পাবার লোভে অটো চালকরা তিন অধিক যাত্রী নিয়ে চলাচল করছে এবং ভাড়া নিচ্ছে নিজেদের মর্জি মাফিক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *