সুকলে অনিয়ম, ধনপুরে ৫২ জন শিক্ষক-শিক্ষিকাকে শোকজ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই৷৷ চলছে শিক্ষামন্ত্রীর বিদ্যালয় পরিদর্শন৷ যথারীতি পরিদর্শন করতে গিয়ে ধরা পড়ছে সুকলগুলিতে অনিয়মের চিত্র৷ অদ্ভূত চিত্র ধরা পড়ছে শিক্ষামন্ত্রীর পরিদর্শনকালে৷ কিছুদিন আগে শিক্ষামন্ত্রী পরিদর্শনে গিয়েছিলেন জম্পুইজলা বালিকা বিদ্যালয়ে৷ সেখানে গিয়ে যথারীতি অন্যান্য সুকলগুলিতে মতোই ধরা পড়ে ব্যাপক দুর্নীতি, অনিয়ম৷ শুধু তাই নয়, অনিয়ম ধরা পড়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী  দলনেতা মানিক সরকারের নির্বাচনী ক্ষেত্র ধনপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনকালে৷ সেখানে গিয়ে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, প্রধানশিক্ষক, প্রধানশিক্ষিকাদের নিয়ম বহিভূর্ত অনুপস্থিতির বিষয়টিও ধরা পড়ে৷ এর পরিপ্রেক্ষিতে ৫২ জন শিক্ষক-শিক্ষিকাকে শোকজ নোটিশ দিয়েছেন শিক্ষা দফতরের আধিকারিকরা৷ জানা গেছে, সুকলগুলিতে শিক্ষক শিক্ষিকার অনুপস্থিতির বিষয়টি হতবাক করেছে শিক্ষামন্ত্রীকে৷ যে সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের শোকজ করা হয়েছে তাঁরা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে না পারেন তা হলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে শিক্ষা দফতর৷ এ বিষয়ে ডিডিওদেরও প্রয়োজনীয় নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে৷ জানা গেছে, নোটিশপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকারা যদি সুকলে অনুপস্থিত থাকার বিষয়ে সন্তোষজনক জবাব দিতে না পারেন তাহলে তাঁদের পরবর্তী মাসের বেতন যাতে রিলিজ না করা হয় তার জন্য সংশ্লিষ্ট ডিডিওদেরও নির্দেশ দেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *